শ্রীনগর
“তারুণ্যের জয়যাত্রা”সফল করতে শ্রীনগর উপজেলা যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভা
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ণ | 196 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ আগামী ২৪ জুলাই রাজধানী ঢাকায়“তারুণ্যের জয়যাত্রা” সফল করতে শ্রীনগর উপজেলা যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে শ্রীনগর ডাকবাংলো সংলগ্ন জেলা পরিষদ মার্কেটে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ।
শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ। এসময় আরো বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন, জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত,উপজেলা যুবলীগ নেতা আলাউদ্দিন শিকদার সুমন, মোঃ কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন।
মন্তব্য