অপরাধনামা
শ্রীনগরে সমন্ধীর চাইনিজ কুড়ালের কোপে ছোট বোন জামাই নিহত
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ণ | 2153 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে সমন্ধীর চাইনিজ কুড়ালের কোপে ছোট বোন জামাই নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে পুলিশের ক্রস ফায়ারে নিহত তাজেলের সমন্ধী শেখ রহমান (৩২) চাইনিজ কুড়াল দিয়ে তার ছোট বোন জামাই রাসেল(২৫)কে ঘুমন্ত অবস্থায় মাথায় কোপ দেয়। এতে কুড়ালটি রাসেলের মাথায় আটকে যায়। মাথায় কুড়াল সহ রাসেলকে পাশ্ববর্তী দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শেখ রহমান পলাতক রয়েছে।
স্থানীয়রা আরো জানায়, তাজেল বাহিনীর অন্যতম সদস্য শেখ রহমান (৩২) তাজেলের ক্রসফায়ারের পর সৌদি আরবে পালিয়ে যায়। সেখান থেকে বেশ কিছু দিন আগে দেশে এসে মাদকাসক্ত হয়ে পরে। পারিবারিক পরামর্শে রাসেল তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিল। কয়েকদিন আগে সে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে বাড়িতে আসে।
অপর একটি সূত্র জানায়, তাজেল ও সোহরাব দুই ভাই ক্রস ফায়ারে নিহত হওয়ার পর শেখ রহমান বিদেশে বসে এই বাহিনী পরিচালনা শুরু করে এবং এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলে।
২০১৮ সালের আগে বাঘড়ার তাজেল ও সোহরাব বাহিনী আড়িয়ল বিল সহ ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। এই বাহিনীর প্রধান তাজেল পুলিশের হাতে ও সোহরাব র্যাবের সাথে ক্রসফায়ারে মারা যায়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। পুলিশ শেখ রহমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
মন্তব্য