শ্রীনগর
শ্রীনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ | 694 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ১জন নিহত ও ১ জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় রোড ডিভাইডারে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, ঢাকাগামী মোটরসাইকেল ( ঢাকা মেট্রো ল ২৯-৬৫০৫)অতিরিক্ত গতির কারনে দুর্ঘটনায় পতিত হয়। এসময় কামরুল ইসলাম (৪৮) ও আবুল হাসান(৩৭)কে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। কামরুল ইসলাম ফরিদপুরের সালথা উপজেলার সন্ধাতনী গ্রামের আব্দুল মান্নানের ছেলে। অপরদিকে আবুল হাসানের বাড়ী গোপালগঞ্জের মুকসুদপুরের গোবিন্দগঞ্জ গ্রামে।
হাসাড়া হাইওয়ে থানা ওসি কাঞ্চন কুমার সিংহ জানায় সকালে ঢাকামূখী বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন।
মন্তব্য