শ্রীনগর
শ্রীনগরের কুকুটিয়ার নিখোঁজ আমেনা আক্তারের সন্ধান চায় তার পরিবার
শ্রীনগর পোস্ট ডেস্ক
রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ৮:৫২ অপরাহ্ণ | 309 বার পড়া হয়েছে
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: গত ২০ এপ্রিল ২০২৩ খ্রীঃ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে আমেনা আক্তার (৫০) নামে একজন নারী ঢাকার চকবাজার এলাকার পশ্চিম ইসলামবাগ রাস্তার মোড় থেকে হারিয়ে যায়। সে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া এলাকার ঢালী বাড়ির মো. আবুল কাশেম ঢালীর স্ত্রী। তার গায়ের রং-ফর্সা, মাথার চুল অধা কাচা-পাকা, উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি। এ বিষয়ে চকবাজার থানায় জিডি দায়ের করা হয়েছে। জিডি নং-৯৪৮।
নিখোঁজ আমেনা আক্তারের পুত্র মো. মামুন ঢালী জানান, তার মায়ের সামান্য মানসিক সমস্য রয়েছে। বৃহস্পতিবার সকালে চকবাজার থানাধীন পশ্চিম ইসলামবাগের রাস্তার মোড় থেকে নিজের অজান্তে হারিয়ে যান। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করা হয়েছে। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাইনি। যদি কোন হৃদয়বান ব্যক্তি আমার মায়ের সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা: চকবাজার, ২৯নং ওয়ার্ড ইসলামবাগ, পশ্চিম ইসলামবাগ হাজী মুরাদ সাহেবের বাড়ি। স্থায়ী ঠিকানা: মো. মামুন ঢালী, কুকুটিয়া ঢালী বাড়ি, শ্রীনগর, মুন্সীগঞ্জ। মোবাইল, ০১৯৭৬৭৬৮৮৭৫, ০১৭১২৯৫৫৩৩৬, ০১৭২৩৪২৪৯৩৪।
মন্তব্য