
গজারিয়া
শ্রীনগরের নুসরাত জাতীয় শিশু পুরস্কারের ২টি বিভাগে স্বর্ণ পদক পেয়েছে
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৩৫ অপরাহ্ণ | 2801 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগরের নুসরাত জাহান(১৪) জাতীয় শিশু পুরস্কারের ২টি বিভাবে স্বর্ণ পদক পেয়েছে। গত ৮ ফেব্রুয়ারী ওসমানী মিলনায়তনে মহামান্য রাস্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) নুসরাত জাহানের হাতে পুরস্কার তুলে দেন।
নুসরাত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা-২০২২ এ লোক সংগীত (খ) ও ভাব সংগীত (খ) বিভাগে প্রথম স্থান অধিকার করে। সে এর আগে ২০২১ সালে তৃতীয় স্থান লাভ করেছিল। নুসরাত বঙ্গবন্ধু শিশু কিশোর পদক জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছিল। এছাড়া তার ঝুলিতে রয়েছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার গ বিভাগের রৌপ্য পদক,শাপলা কুড়ি প্রতিযোগীতার জাতীয় পর্যায়ের লোক সংগীত,নজরুল সংগীত ও দেশাত্ববোধক গানে চুড়ান্ত পুরস্কার পেয়েছে।
নুসরাত জাহান বর্তমানে শ্রীনগর সরকারী আব্দুল হাই খান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। নুসরাত ৫ বছর বয়স থেকে গান শেখা শুরু করে। সে বুলবুল ললিতকলা একাডেমি (বাফা) থেকে ৫ বছর মেয়াদী লোকসংগীত সার্টিফিকেট কোর্স শেষ করে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে।
নুসরাত জাহান শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের মোঃ কামাল হোসেন ও জোসনা বেগমের সন্তান। ২ বোনের মধ্যে নুসরাত ছোট। নুসরাতের বাবা কামাল হোসেন মেয়ের সফলতায় উচ্ছাস প্রকাশ করে সবার কাছে মেয়ের জন্য দোয়া কামনা করেন।




গজারিয়া থেকে আরও পড়ুন



গজারিয়া সর্বাধিক পঠিত

মন্তব্য