শ্রীনগর
শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জামা দিলেন যারা
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৬:৫৯ অপরাহ্ণ | 478 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে শ্রীনগর উপজেলা নির্বাচন অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
চেয়ারম্যানঃ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শ্রীনগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত,শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু।
ভাইস চেয়ারম্যানঃ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শ্রীনগর উপজেলা ক্রীড়া পরিষদের যুগ্ন সম্পাদক ও যুবলীগ নেতা এ্যাডভোকেট কামরুল হাসান, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মৃধা,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্যারট,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম,উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন,পাটাভোগ ইউনিয়ন পরিষদের সদস্য মাসুম মোল্লা।
মহিলা ভাইস চেয়ারম্যানঃ মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা মহিলা সংস্থার সভাপতি ফিরোজা বেগম, হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ নেত্রী মোসাঃ সামছুন নাহার, উপজেলা যুব মহিলা লীগ নেত্রী মর্জিনা বেগম।
আগামী ৫ মে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। শ্রীনগর উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে।
মন্তব্য