অপরাধনামা
শ্রীনগরে প্রেমে প্রতারিত হয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীর আত্নহত্যা
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ১৭ জুন, ২০২৩, ৮:৪৫ অপরাহ্ণ | 6124 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে প্রেমে প্রতারিত হয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী আত্নহত্যা করেছে। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের মুশরিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কামারখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার (১২) এর সাথে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে অয়ন ছদ্ম নামের ওই যুবক গা ঢাকা দেয়। সুমাইয়া নাম ঠিকানা যাচাই করতে গিয়ে অয়নের নাম ঠিকানা ভূয়া দেখে মুষরে পরে। পরে শনিবার বাড়ির লোকজনের অগোচরে সে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। সুমাইয়ার বাবা জাহাঙ্গীর হোসেন জানান, তিনি মুশরিপাড়া এলাকায় আবুল চৌধুরীর বাড়িতে ভাড়া থাকেন। ঢাকায় ফেরি করে ভাংগারীর ব্যবসা করে তাদের সংসার চালে।
সুমাইয়ার মা শ্রীনগর থানায় বলেন, তার মেয়ে ফাঁসি দেওয়ার আগে চিরকুট লিখে গেছে। চিরকুটে সে লিখেছে “ এই জীবনে না পাই পরজীবনে তোমাকে পাবো” ।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। কিশোরীর পরিবার কারো বিরুদ্ধে অভিযোগ দিতে ইচ্ছুক হলে তা গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য