শ্রীনগর
শ্রীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম সভা
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৫:৩১ অপরাহ্ণ | 210 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীনগর উপজেলায় নব নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মাহিলা ভাইস চেয়ারম্যানের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি ও শ্রীনগর উপজেলা পরিষদের উপদেষ্টা আলহাজ¦ মহিউদ্দিন আহমেদ।
শ্রীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারেফ হোসাইন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন,ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট কামরুল হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার সুমি,শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তোহা মোহাম্মদ শাকিল, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান খাঁন। সভায় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান অফিসার বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন,ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারি,তাজুল ইসলাম,মোঃ আলী আকবর,বাবুল হোসেন বাবু,গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু,ফজলুর রহমান,হামিদুল্লাহ খান মুন,কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ,আবু আল নাসের তানজিল,রফিকুল ইসলাম বাবু,মোঃ ফারুক হোসেন, শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন,সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
সভায় নব নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করায় উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের কাছে সহযোগীতা ও দোয়া কামনা করেন।
মন্তব্য