জাতীয়
শ্রীনগরে পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে এক যুবক ও এক কিশোরের আত্মহত্যা
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১০:৪০ অপরাহ্ণ | 2291 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে এক যুবক ও এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার সকালে শ্রীনগর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করেন। পুলিশ জানায়,উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও গ্রামের মো. আনিছ শেখের পুত্র আকাশ (২১) ও রাঢ়িখাল ইউনিয়নের মাইজপাড়া গ্রামের স্বাধীন শেখের পুত্র মো. রাহান (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
জানা গেছে, উপজেলার ছয়গাঁও গ্রামের আকাশ শেখ এলাকায় কৃষি কাজ করতো। সে বসতবাড়ি সংলগ্ন একটি ছাড়াবাড়ির আম গাছের সাথে গলায় ফাঁস দেয়। ধারনা করা হচ্ছে রবিবার দিবাগত রাতের কোন এক সময় আকাশ শেখ ফাঁস দিয়ে আতœহত্যা করে। সোমবার সকালে আকাশের দেহ গাছের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
অপরদিকে মাইজপাড়া বাজারের পাশে দশম শ্রেণীর ছাত্র রাহান শেখ বসতঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় ইউপি সদস্য গোপাল চক্রবর্তী জানান, শুনেছি পারিবারিক কলহের জের ধরে রাতে রাহান আত্মহত্যা করেছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন নিয়ে গেছে।
শ্রীনগর থানার ডিউটি অফিসার নার্গিস আক্তার জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য