জাতীয়
বটিয়াঘাটা পিএফজির পক্ষ থেকে মানববন্ধ ও লিফলেট বিতরন কর্মসূচি
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ২৫ মে, ২০২৪, ১১:১২ অপরাহ্ণ | 135 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ২৫ মে ২০২৪ তারিখ বিকাল তিনটায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার থানার মোড় এলাকায়
বটিয়াঘাটা পিএফজির পক্ষ থেকে মানববন্ধ ও লিফলেট বিতরন কর্মসূচি পালন করা হয় যেখানে পিএফজি এবং ওয়াইপিএজির সদস্যরা উপস্থিত ছিলেন।
শহরের উল্লেখযোগ্য স্থানে, বিভিন্ন প্রতিষ্ঠানে ও হাট বাজারে এই লিফলেট বিতরনে স্থনীয় জনগণের মাঝে নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার অনুপ্রেরণা তৈরী হয়। যেখানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বটিয়াঘাটা পিএফজি এর কোঅর্ডিনেটর জনাব প্রহল্লাদ জোদ্দার।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবার জন্য ভোটার ও প্রার্থীদের করনীয় কিছু বিষয় তুলে ধরার পাশাপাশি সহিংসতা পরিহার করে ও প্রভাব মুক্ত হয়ে যোগ্যতা অনুযায়ী প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানানো হয়।
এছাড়া উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ট হবার আহ্বান জানিয়ে বটিয়াঘাটা পিএফজির উদ্যোগে একটি সম্প্রীতির লুডু খেলা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম রাজু জবেদ এর সঞ্চালনায় সম্প্রীতির লুডু খেলায় উপস্থিত ছিলেন পিএফজি এম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিনয় সরকার, পরিতোষ রায়, কানন মল্লিক, বটিয়াঘাটা উপজেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) সমন্বয়কারী আব্দুল্লাহ আল- মামুন, বটিয়াঘাটা উপজেলা শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) সমন্বয়কারী মো: বায়েজিদ হোসেন এবং বটিয়াঘাটা উপজেলা শাখা ছাত্র ইউনিয়নের সদস্য এবং ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) সমন্বয়কারী নুপুর মন্ডল।
সম্প্রীতির বাংলাদেশ গড়তে, সহিংসতা নিরসন ও শান্তি স্থাপনে জনপ্রতিনিধি ও জনগনের গনতান্ত্রিক অধিকার বিষয়ে সম্প্রীতির লুডু খেলার মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয় যার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সকলে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার পদক্ষেপ গ্রহন করবে বলে জনগনের প্রতি প্রত্যাশা ব্যাক্ত করা হয়
মন্তব্য