ঢাকা, বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাতীয়

শ্রীনগরে জবাই করা নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে আটক ৩ খুনি

শ্রীনগর পোস্ট ডেস্ক

শনিবার, ১১ মে, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ণ | 363 বার পড়া হয়েছে

আরিফ হোসেন- শ্রীনগরে লিজেন্ড স্টিল রি রোলিং মিল থেকে নিরাপত্তা কর্মী আব্দুল কুদ্দুসের(৫০) গলা কাটা লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে মাদারিপুর থেকে ২ জনকে ও সকালে মাগুরা থেকে ১জনকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(শ্রীনগর সার্কেল) তোফায়েল হোসেন সরকার শনিবার বিকালে প্রেস ব্রিফিংয়ে জানান,গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম লিটন(৪০),রতন হোসেন(৩৪) ও জাবেদ হোসেন(৪৩) হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

গত শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া গ্রামের মিলটি থেকে নিরাপত্তা কর্মী আব্দুল কুদ্দুস (৫০) এর লাশটি উদ্ধার করা হয়। আব্দুল কুদ্দুসের খালি গায়ের গলাকাটা লাশটি একটি প্লাস্টিকের চেয়ারে বসানো ছিল এবং তার দুই হাত চেয়ারের হাতলের সাথে বাধা ছিল। শুক্রবার বিকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে তদন্ত শুরু করে। তদন্তে সিসি ক্যামেরা থেকে দেখা যায় বৃহস্পতিবার রাত দশটার পর একটি সিএনজি অটোরিক্সা মিলের সামনে এসে থামে। এসময় শহিদুল,রতন ও জাবেদ নাইটগার্ড আব্দুল কুদ্দুসকে ডেকে তুলে। রাতের কোন এক সময় তারা আব্দুল কুদ্দুসকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। আব্দুল কুদ্দুস ঝালকাঠির বাসিন্দা। সে পরিবার নিয়ে ঢাকার জুরাই এলাকায় বসবাস করতো। সে এক ছেলে ও এক মেয়ের জনক। তার মেয়ের বিয়ে হয়েছে। ছেলে শারীরীক প্রতিবন্ধী।

গ্রেপ্তারকৃতরা জানায়, হত্যাকান্ডের পরিকল্পনাকারী শহিদুল ইসলাম লিটন মিলটিতে কাঁচামাল সরবরাহ করতো। মিলের মালিক মাহাথির উদ্দিন রাতুলের কাছে শহিদুলের টাকা পাওনা হয়। বেশ কয়েকবার তাগিদ দিয়েও টাকা না পাওয়ায় শহিদুল ধারনা করে সিকিউরিটি গার্ড আব্দুল কুদ্দুস সহ মিলের অন্য কর্মচারীরা তার টাকা কৌশলে মেরে দিয়েছে। এই ধারণা থেকে তার ক্ষোভ জন্মে। ক্ষোভ থেকেই আব্দুল কুদ্দুসকে গলা কেটে হত্যা করে শহিদুল,রতন ও জাবেদ পালিয়ে গিয়েছিল। এই ঘটনায় শুক্রবার রাতেই শ্রীনগর থানার ওসি (তদন্ত) ওয়াহিদ পারভেজ,এসআই অঙ্কুর ভট্টাচার্য সহ একটি টিম ও মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ অভিযানে নেমে শনিবার ভোরে মাদারীপুর ও সকালে মাগুরা থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শহিদুল ইসলাম লিটনের বাড়ি শরিয়তপুরের জাজিরা থানার সেনেরচর বড় গোপালপুর এলাকায়। তার বাবার নাম হালিম মাতুব্বর। সে কেরাণীগঞ্জের বেড়া তেঘরিয়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতো। রতন হোসেন জাজিরা থানার নিঝুক মার্কেট এলাকার বাসিন্দা। অপরদিকে জাবেদ মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড মাদবর বাড়ী এলাকার রশিদ মাদবরের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার বলেন, লাশ উদ্ধারের ২৪ ঘন্টার আগেই আমরা হত্যাকারী ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের মধ্যে রতন লাল শালু কাপড় পরে বিভিন্ন সময় ছদ্মবেশ ধারণ করে মাজারে মাজারে ঘুরে বেড়ায়। ধারণা করা হচ্ছে তারা পেশাদার ক্রিমিনাল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীনগর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। সংবাদ সম্মেলনে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর উপস্থিত ছিলেন।

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার রাজাপুর পিএফজির উদ্যোগে মানববন্ধন শ্রীনগরে ৩ জনকে কুপিয়ে জখমের ঘটনায় ৩১ জনকে আসামী করে মামলাঃগ্রেপ্তার ১০ শ্রীনগরে ড্রেজার নিয়ে দ্বন্দ্বঃইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ ৩ জনকে কুপিয়ে জখম শ্রীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম সভা সাতক্ষীরা সদর পিএফজির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনের আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন এম মাহবুব উল্লাহ কিসমত শ্রীনগরের রিচি জাতীয় শিক্ষা সপ্তাহে নির্ধারিত বক্তৃতায় সারা দেশে তৃতীয় হয়েছে শ্রীনগরে মোবাইল ফোন চুরির অপবাদে শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনঃ গ্রেপ্তার ১ শ্রীনগরের সন্তান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর আজ ৮৯ তম জন্মদিন শ্রীনগরে খাস জমির লীজ নিয়ে সালিশঃপ্রতিপক্ষের মারধরে হাসপাতালে ১ জনের মৃত্যু আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন শ্রীনগরে ট্রেনের ধাক্কায় নারী নিহতঃ দুর্ঘটনা নাকি আত্নহত্যা? শ্রীনগরে আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ গঠিত শ্রীনগরে মাহবুব উল্লাহ কিসমত,এ্যাডভোকেট কামরুল হাসান ও সামছুন নাহার সুমি জয়ী শ্রীনগর উপজেলা নির্বাচনে থাকছেন ১৬ জন ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৫শ সদস্য বটিয়াঘাটা পিএফজির পক্ষ থেকে মানববন্ধ ও লিফলেট বিতরন কর্মসূচি শ্রীনগরে প্রেমে প্রতারিত হয়ে কলেজ ছাত্রীর আত্নহত্যা শ্রীনগরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে পিএফজির মত বিনিময় সভা বটিয়াঘাটায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর  পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগর থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকার ১০ দিন পর ঢাকায় উদ্ধারঃ গ্রেপ্তার ১ মিঠু চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মুন্সীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন শ্রীনগরে জবাই করা নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে আটক ৩ খুনি শ্রীনগরে রেল লাইন থেকে আটপাড়া ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতির লাশ উদ্ধার শ্রীনগরে ছাত্রের লাশ উদ্ধারের ২ বছর পর একই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পিবিআই শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জনের মধ্যে ৪ জনই এক ইউনিয়নের শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জামা দিলেন যারা রাজাপুর উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত