জাতীয়
শ্রীনগরে নাতিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নানীর মৃত্যু
শ্রীনগর পোস্ট ডেস্ক
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ণ | 243 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে নাতিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় ৬০ বছরের বৃদ্ধ নানীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, পূর্ব কামারখোলা এলাকার ভাড়াটিয়া রোবেয়া বেগম(৬০) তার মেয়ের ঘরের নাতি আলামিন(৮)কে রেল লাইনের পশ্চিম পাশে অবস্থিত কামারখোলা দারুস সুন্নাহ জিনিয়া সালেহিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে দিতে যান। সেখানে নাতিকে রেখে রেল লাইনের পূর্বপাশের বাড়িতে ফেরার পথে খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। রোবেয়া বেগম মৃত ইয়াকুব শিকদারের স্ত্রী। তাদের বাড়ি ফরিদপুর। রোবেয়া বেগম অনেক বছর ধরে এই এলাকায় ভাড়া থাকেন। পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন নিহতের বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা জানান। তিনি বলেন, লাশ দাফনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাতœক সহযোগীতা করা হবে।
এই ব্যাপারে রেলওয়ে পুলিশের এসআই মোকলেছুর রহমান বলেন, ঘটনা স্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য