রাজনীতি
আজিজুলের বহিস্কার নিয়ে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়াঃ আমাদের এমপি কিছু করেননি…আভা রাণী ঘোষ
শ্রীনগর পোস্ট ডেস্ক
রবিবার, ৭ মে, ২০২৩, ৫:২৭ অপরাহ্ণ | 2594 বার পড়া হয়েছে
আরিফ হোসেন: শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ সাক্ষরিত দলটির উপজেলা কমিটির উপদেষ্টা আজিজুল ইসলামের বহিস্কারাদেশের বিষয়ে সুকুমার রঞ্জন ঘোষের স্ত্রী আভা রাণী ঘোষ বলেছেন বিষয়টি সম্পর্কে তারা কিছুই জানেন না।
রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক এমপি সুকুমার রঞ্জন ঘোষের মোবাইল ফোনে কল করলে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে তার স্ত্রীর মোবাইল ফোনে কল করলে তিনি সাংবাদিকদের বলেন,আজিজুল ইসলামের বিরুদ্ধে সাময়িক অব্যহতির চিঠি সম্পর্কে আমাদের এমপি মহোদয়ের(সুকুমার রঞ্জন ঘোষ) পক্ষ থেকে কিছু করা হয়নি । কিন্তু এর পরও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজিজুল ইসলামকে বহিস্কারের বিষয়টি সঠিক দাবী করে পোস্ট করছেন।
শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজুল ইসলাম মাদক মামলার আসামী হওয়ায় তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে মর্মে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। উপজেলা আওয়ামী লীগের একটি গ্রুপ তা শেয়ার করতে থাকে। অপর গ্রুপ তা প্রত্যাখান করে নানা রকম পোস্ট দেওয়া শুরু করে।
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান বলেন, আমার কাছে এ ধরণের কোন চিঠি আসেনি। উপজেলার সভাপতির এখতিয়ার নেই তাকে অব্যহতি দেওয়ার। উপজেলা কমিটির কাউকে বহিস্কারের বিষয়ে উপজেলা কমিটি জেলা কমিটির কাছে প্রস্তাব করতে পারে। জেলা কমিটির সভা ডেকে কেন্দ্রে সিদ্ধান্ত পাঠাতে পারে। গঠনতন্ত্র অনুসারে বহিস্কারের ক্ষমতা কেন্দ্রের।
আগামী ২০ মে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচার প্রচারণা। একে অপরকে পরাস্ত করতে বিভিন্ন কৌশল অবলম্বনে ব্যস্ত। মাঠ গোছানো সহ কেন্দ্রেও চলছে জোর লবিং।
মন্তব্য