জাতীয়
শ্রীনগরের রিচি জাতীয় শিক্ষা সপ্তাহে নির্ধারিত বক্তৃতায় সারা দেশে তৃতীয় হয়েছে
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১১:১৯ অপরাহ্ণ | 163 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরের রিচি জাতীয় শিক্ষা সপ্তাহে-২০২৪ উপলক্ষ্যে নির্ধারিত বক্তৃতা প্রতিযোগীতায় অংশগ্রহন করে সারা দেশে তৃতীয় হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী বিজয়ী রিচির হাতে এই পুরস্কার তুলে দেন। রিচি এর আগে একই বিষয়ে ঢাকা বিভাগে প্রথম হয়েছিল।
ফারজানা রিচি শ্রীনগর সরকারী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সে পাটাভোগ ইউনিয়নের হোগলাগাও গ্রামের মোঃ খবির হোসেনের ছোট মেয়ে। রিচি সামাজিক সংগঠন রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর এর সহকারী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছে।
মন্তব্য