অপরাধনামা
শ্রীনগরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ সহ ধর্ষণ মামলার আসামী ছিনতাইঃ ৩ নারী গ্রেপ্তার
শ্রীনগর পোস্ট ডেস্ক
মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ১০:০০ অপরাহ্ণ | 744 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ সহ ধর্ষণ মামলার এক আসামী ছিনতাই হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের খৈয়াগাও গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনার সাথে জড়িত ৩ নারীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব দেউলভোগ গ্রামের এক নারী গত ৯ মার্চ পাশ^বর্তী খৈয়াগাও গ্রামের আঃ সাত্তার (৫০) এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ এর আগে কয়েকবার চেষ্টা করে সাত্তারকে গ্রেপ্তার করতে পারেনি। মঙ্গলবার সকালে সাত্তার বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই মুসান্না সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরায়। এসময় সাত্তার এসআই মুসান্নার হাতে কামড় দিয়ে ছুটে যায়। সাথে সাথে তাকে আটক করে বাড়ি থেকে নিয়ে আসতে চাইলে সাত্তারের স্ত্রী,ভাইয়ের স্ত্রী ও ছেলের শাশুড়ী ও বাড়ির লোকজন সহ প্রায় ১০/১২ জন মিলে এসআই মুসান্না ও তার সংগীয় এক কনস্টেবলকে মারধর করে সাত্তারকে ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।পুলিশ এসময় সাত্তারের স্ত্রী,ভাইয়ের স্ত্রী ও ছেলের শাশুরীকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় এসআই মুসান্না বাদী হয়ে সেফালী বেগম(৪৫),মরিয়মবেগম(২৬), মুনমুন বেগম(২৫), ইমরান(২৮) সহ ১১ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত নামা কয়েকজনকে আসামী করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, পলাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সরকারী কাজে বাধা সহ পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
মন্তব্য