ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শ্রীনগর

শ্রীনগরে খাস জমির লীজ নিয়ে সালিশঃপ্রতিপক্ষের মারধরে হাসপাতালে ১ জনের মৃত্যু

শ্রীনগর পোস্ট ডেস্ক

শনিবার, ২২ জুন, ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ণ | 505 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ শ্রীনগরে জমি নিয়ে সালিশ মিমাংসায় এক পক্ষের উপর অপর পক্ষের হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত সুমন শেখ (৩০) মৃত্যু বরণ করেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পূর্ব আটপাড়া গ্রামের দুই ভাই রমিজ উদ্দিন শেখ (৬৫) ও আলাউদ্দিন শেখ (৬০) তাদের মালিকানাধীন জমির সামনের খাস জায়গা তারা সমহারে ভাগ করে ভোগদখল করে আসছিল। সম্প্রতি শ্রীনগর ভূমি অফিসের দালাল দেলোয়ারের মাধ্যমে আলাউদ্দিন শেখ সেই খাস জায়গা তার মেয়ের নামে লীজ নেয়। লীজ নিয়ে আলাউদ্দিন শেখ তার সন্তানদেরকে নিয়ে পুরো খাস জায়গা দখল নেওয়ার চেষ্টা করে। এনিয়ে রমিজ উদ্দিন শেখ ও আলাউদ্দিন শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয় ইউপি সদস্য আবুল মেম্বার, গ্রাম্য মাতব্বর সিদ্দিক বেপারী সহ বেশ কয়েকজন মিলে আটপাড়া কোল্ডস্টোরেজ সংলগ্ন সিদ্দিক বেপারীর সারের দোকানের সামনে দুই পক্ষকে নিয়ে সালিশ মিমাংসায় বসে। সালিশ মিমাংসা চলাকালীন আলাউদ্দিন শেখ তার লোকজন নিয়ে রমিজউদ্দিন শেখ, তার ছেলে সুমন শেখ,রাজন শেখ ও সুজন শেখের উপর হামলা চালায় ও মারধার করে। হামলাকারীরা সমন শেখকে মাথায় একের পর এক ইট দিয়ে আঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সুমন শেখের মৃত্যু হয়।

হামলার পর রমিজউদ্দিনের স্ত্রী রওশনআরা বেগম (৫৫) বাদী হয়ে ৮ জনকে আসামী করে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, দালালের কথা মত লীজ প্রদান না করে সরজমিনে তদন্ত করে ভোগ দখল যাচাই বাছাই করলে আজ এই অনাকাংখিত ঘটনাটি ঘটতো না।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এজাহার দায়ের পর তা মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। সুমন শেখ নামে আহত একজন মারা গেছেন। আসামীদের গ্রেপ্তারের চেস্টা চলছে।

 

মন্তব্য

শ্রীনগর থেকে আরও পড়ুন

আরও খবর

শ্রীনগর সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে অড়িয়ল বিল থেকে ভাসমান লাশ উদ্ধার ও গলায় ফাঁস দিয়ে ২ যুবকের আত্নহত্যা বাগেরহাট সদর পিস ফ্যসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে আন্তর্জাতিক অহিংস দিবস ২০২৪ উদযাপন বাগেরহাট সদর ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত রাজাপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বাগেরহাট পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্রীনগরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টাঃমাদকাসক্ত আপন চাচা সহ গ্রেপ্তার ৩ শ্রীনগরে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার রাজাপুর পিএফজির উদ্যোগে মানববন্ধন শ্রীনগরে ৩ জনকে কুপিয়ে জখমের ঘটনায় ৩১ জনকে আসামী করে মামলাঃগ্রেপ্তার ১০ শ্রীনগরে ড্রেজার নিয়ে দ্বন্দ্বঃইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ ৩ জনকে কুপিয়ে জখম শ্রীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম সভা সাতক্ষীরা সদর পিএফজির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনের আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন এম মাহবুব উল্লাহ কিসমত শ্রীনগরের রিচি জাতীয় শিক্ষা সপ্তাহে নির্ধারিত বক্তৃতায় সারা দেশে তৃতীয় হয়েছে শ্রীনগরে মোবাইল ফোন চুরির অপবাদে শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনঃ গ্রেপ্তার ১ শ্রীনগরের সন্তান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর আজ ৮৯ তম জন্মদিন শ্রীনগরে খাস জমির লীজ নিয়ে সালিশঃপ্রতিপক্ষের মারধরে হাসপাতালে ১ জনের মৃত্যু আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন শ্রীনগরে ট্রেনের ধাক্কায় নারী নিহতঃ দুর্ঘটনা নাকি আত্নহত্যা? শ্রীনগরে আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ গঠিত শ্রীনগরে মাহবুব উল্লাহ কিসমত,এ্যাডভোকেট কামরুল হাসান ও সামছুন নাহার সুমি জয়ী শ্রীনগর উপজেলা নির্বাচনে থাকছেন ১৬ জন ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৫শ সদস্য বটিয়াঘাটা পিএফজির পক্ষ থেকে মানববন্ধ ও লিফলেট বিতরন কর্মসূচি শ্রীনগরে প্রেমে প্রতারিত হয়ে কলেজ ছাত্রীর আত্নহত্যা শ্রীনগরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে পিএফজির মত বিনিময় সভা বটিয়াঘাটায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর  পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগর থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকার ১০ দিন পর ঢাকায় উদ্ধারঃ গ্রেপ্তার ১ মিঠু চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মুন্সীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন