বিনোদন
তাহসান খানের বাবাকে শ্রীনগরের গ্রামের বাড়িতে সমাহিত করা হবে
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৪:৫৭ অপরাহ্ণ | 705 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ কন্ঠ শিল্পী ও অভিনেতা তাহসান খানের বাবা সানাউর রহমান খান আর নেই। বুধবার রাত আটটার দিকে তিনি ঢাকায় মৃত্যু বরণ করেন। সানাউর রহমান খানকে শ্রীনগর উপজেলার মুড়াপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দফন করা হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
গত ৩ মাস আগে গায়ক তাহসান খানের বাবা সানাউর রহমান খানের মস্তিষ্কে রক্তক্ষরণ হয় । সাথে সাথে তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সময় বাবার পাশে থাকার চেষ্টা করেছেন এই গায়ক। অনেক দিন পরে বাবাকে অনেকটাই আগের মতো সুস্থ দেখে আশা পাচ্ছিলেন তাহসান ও তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু সুখের মুহূর্ত বেশি সময় স্থায়ী হলো না। ইফতারের পরেই তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। তাহসান জানান, হাসপাতালে নেওয়ার পথেই গতকাল রাত আটটার দিকে তাঁর বাবা ইন্তেকাল করেন
তাহসান খান সংবাদ মাধ্যমকে বলেন, ‘অনেক দিন পর বাবার শারীরিক যে সমস্যা ছিল, সেটার উন্নতি হচ্ছিল। বাবা ভালো হয়ে উঠছিলেন। আশা নিয়ে বাবাকে বাড়ি নিয়ে আসা হয়েছিল। হঠাৎ ইফতারের পরে তিনি অসুস্থ অনুভব করেন। সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই বাবা নিথর হয়ে পড়েন। পরে হাসপাতালে যাওয়ার পর চিকিৎসক জানান পথেই বাবা মারা গিয়েছেন।’
তাহসানের বড় ভাই যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি আগামীকাল সকালে দেশে পৌঁছাবেন। ভাইয়ের জন্য অপেক্ষা করছেন। তারপর বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তাহসান বলেন, ‘বাবা পরিবাগ মসজিদে নামাজ আদায় করতেন, সেখানেই বাদ জুমা প্রথম জানাজা হবে। পরে বাবার লাশ দাফন করা হবে বিক্রমপুরে। সেখানে দ্বিতীয় জানাজা হবে।’
সানাউর রহমান খানের জন্ম শ্রীনগর উপজেলার মুড়াপাড়া গ্রামে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাহসান খান আরো জানান শ্রীনগরে তাঁদের পারিবারিক কবরস্থানে তাঁর বাবাকে দাফন করা হবে। বাবা–মায়ের পাশেই শায়িত হবেন সানাউর রহমান। তাহসান খান তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
মন্তব্য