
শ্রীনগর
শ্রীনগরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ১২:৫২ অপরাহ্ণ | 987 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগরে বিষাক্ত সাপের কামড়ে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ নাসিম (৮) নামে ওই স্কুল ছাত্র মৃত্যু বরণ করে। সে সমষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘরের দরজার কাছে বসা অবস্থায় নাসিমের হাতে বিষধর সাপ কামড় দেয়। সাথে সাথে নাসিমের হাতের ক্ষত স্থানের উপড়ে বেধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাত ৩ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু ঘটে। নাসিম ব্রা²ন পাইকসা গ্রামের মোঃ রহমতউল্লাহর ছেলে। নাসিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




শ্রীনগর থেকে আরও পড়ুন



শ্রীনগর সর্বাধিক পঠিত

মন্তব্য