জাতীয়
শ্রীনগরে নানা কর্মসূচিতে শহিদ দিবস ও অন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ | 983 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও অন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে শ্রীনগর উপজেলা প্রশাসন,রাজনৈতিক দল,আইন শৃঙ্খলা বাহিনী,প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করে।
দিবসটির প্রথম প্রহরে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীনগর উপজেলা প্রশাসন,মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মোঃ মহিউদ্দিন আহমেদের পক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ,উপজেলা পরিষদ, শ্রীনগর থানা,শ্রীনগর প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটি,স্বাস্থ্য কমপ্লেক্স,ফায়ার সার্ভিস,পল্লী বিদু্যু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
সকাল ৮ টার দিকে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন,১ নং যুগ্ন সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু,মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত,উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মোঃ আজিজুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন,মুন্সীগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার,যুগ্ন সম্পাদক অনিক ইসলাম,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রাব্বি,বর্তমান সভাপতি শাওন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।
মন্তব্য