শ্রীনগর
শ্রীনগরে ৩ শ পরিবারকে ঈদ সামগ্রী উপহার
শ্রীনগর পোস্ট ডেস্ক
রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ২:১৮ অপরাহ্ণ | 278 বার পড়া হয়েছে
অধীর রাজবংশীঃ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ৩ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় বীরতারা ইউনিয়নের সাতগাঁও বাসস্টান্ড সংলগ্ন মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।
বীরতারা ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী নেছাউল্লাহ সুজন, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুল করিম, কোলাপাড়া ইউনিয়নের আওয়ামী যুবলীগের সহ-সভাপতি হাসেন হাওলাদার, সাধারণ সম্পাদক আতাহার হোসেন, বাঘড়া যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা,হাসাড়া যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম,যুবলীগ নেতা ওয়াসীম আহমেদ স্বপ্নন ,উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম,মোঃরমজান মেম্বার, যুবলীগ নেতা সাজু ,আজগর আলী, মোহাম্মদ রতন, মোহাম্মদ দুলাল, প্রমুখ।
এসময় প্রতিটি পরিবারকে চিনি, তেল, ডাল, পেঁয়াজ, খেজুর, ছোলা, মুড়ি, সেমাইসহ বিভিন্ন ঈদ সামগ্রী প্রদান করা হয়।
মন্তব্য