
শিক্ষা
শ্রীনগরে প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা প্রতিযোগীতায় স্বর্ণপদক পেলেন যারা
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ | 215 বার পড়া হয়েছে



আরিফ হোসেন: শ্রীনগরে প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা প্রতিযোগীতায় ১০ শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত এক আরম্বরপূর্ণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপন।
স্বর্ণপদক প্রাপ্তরা হলেন মজিদপুর দয়হাটা কে,সি ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মেহেমা আক্তার, বিসমিল্লাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সানজিদা স্যার জেসি বোস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেনীর ছাত্রী হুমায়রাহ আফিয়াত, হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী শ্রীময়ী শ্রেষ্ঠা রায়, হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মোঃ মাহবুব হাসান,শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র আপন সাহা কৃষ্ণ,শ্রীনগর সরকারী সুফিয়া আব্দুল হাই খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ফাতিমা তুজ জোহরা,লস্করপুর এইচ কে ইউ আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী মোসাঃসাদিয়া,বেলতলী গঙ্গাপ্রসাদ জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস,বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মালিহা আনজুম।
মহান মুক্তিযুদ্ধ বিষয়ে এই প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল ইতিহাসের চর্চা এবং মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণের নিমিত্তে শ্রীনগর উপজেলা প্রশাসন এই প্রতিযোগীতার আয়োজন করে। উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা থেকে প্রায় ২০ হাজার শিক্ষার্থী ১ পাতার মধ্যে মুক্তিযুদ্ধের গল্প লিখে জমা দেয়।তারা মুক্তিযোদ্ধারের সাথে আলাপচারিতা,মুক্তিযুদ্ধের নাটক-সিনেমা দেখে ও বই পড়ে গল্প লিখার সাহাজ্য নেয় । দুই স্তরে মূল্যায়ন শেষে সেরা একশ লেখা থেকে বাছাই করে ১০ জনকে স্বর্ণ পদক দেওয়া হয়। সেরা একশ লেখা বই আকারে প্রকাশ করা হবে আয়োজনকরা জানান। এছাড়াও প্রতিটি বিদ্যালয়ে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বহী অফিসার মোশারেফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের গল্পের আসরে মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরি হয়। এসময় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন,ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন,আনোয়ার খান,আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান প্রমুখ।




শিক্ষা থেকে আরও পড়ুন



শিক্ষা সর্বাধিক পঠিত

মন্তব্য