জাতীয়
শ্রীনগরে নূর ই সামাদ নার্সিং কলেজ এলামনাই এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ | 1546 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ শ্রীনগরে নূর ই সামাদ নার্সিং কলেজ এলামনাই এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নির্বাচনের ভোট গ্রহন শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। এতে রাসেল শেখ সভাপতি, ছাব্বির আহমেদ সাধারণ সম্পাদক ও শরিফ মিয়া অর্থ সম্পাদক নির্বাচিত হন।
কার্যনির্বাহী পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সহ সভাপতি পদে মোঃ কাওছার,যুগ্ন সাধারণ সম্পাদক পদে নাজমুল হাসান,সাংগঠনিক পদে উত্তম হাওলাদার নির্বাচিত হন। সহ অর্থ সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বী দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় এই পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন জিন্নাত হক নিপু, নির্বাচন কশিনার আবু সাঈদ ও ফারুক রানা। নির্বাচনে ১১০ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এসময় সাংবাদিক আরিফ হোসেন ও পরিদর্শক রাকিবুল হাসান নির্বাচন পরিদর্শন করেন।
মন্তব্য