
অপরাধনামা
শ্রীনগরে আসামী ছিনতাইয়ের মামলায় ষোলঘর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ২৯ মে, ২০২৩, ১০:৪৬ অপরাহ্ণ | 1075 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ সহ ধর্ষণ মামলার আসামীকে ছিনিয়ে নেওয়ার মামলায় ষোলঘর ইউনিয়ন সেচ্ছাসেক লীগ সভাপতি আব্দুর রাজ্জাক(৪০)কে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দুপুরে শ্রীনগর সাব রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে পুলিশ হ্যান্ডকাপ সহ পলালক আসামী সহ ২ জনকে মুন্সীগঞ্জ আদালত চত্তর থেকে গ্রেপ্তার করে।
গত ১৬ মে বেলা ১১ টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের খৈয়াগাও গ্রামের ধর্ষণ মামলার আসামী আব্দুস সাত্তারকে (৫০) আটক করে হ্যান্ডকাপ পরালে বাড়ির লোকজন পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এই ঘটনায় পুলিশ ওই দিনই ৩ নারীকে আটক করে এবং পুলিশ বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করে। মামলায় ষোলঘর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুর রাজ্জাককেও আসামী করা হয়। তবে মামলা হওয়ার পরপরই আব্দুর রাজ্জাক বিভিন্ন মাধ্যমের কাছে দাবী করেন তিনি ঘটনার সাথে জড়িত নন। তিনি জামিনে না থাকায় র্যাব-১০ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে হ্যান্ডকাপ সহ পলাতক আসামী আব্দুস সাত্তার ও অপর আসামী ইমরান মুন্সীগঞ্জ আদালতের পাশে ঘুরাঘুরি করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব দেউলভোগ গ্রামের এক নারী গত ৯ মার্চ পাশ্ববর্তী খৈয়াগাও গ্রামের আঃ সাত্তার (৫০) এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রধান আসামী সহ ২জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অপর আসামীকে র্যাব আটক করে থানায় হস্তান্তর করেছে




অপরাধনামা থেকে আরও পড়ুন



অপরাধনামা সর্বাধিক পঠিত

মন্তব্য