অপরাধনামা
শ্রীনগরে ঝাড়ুর আঘাতে স্বামীকে হত্যার ঘটনায় আটক স্ত্রীর ২ দিনের রিমান্ড
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ১০ মে, ২০২৩, ১০:৪২ অপরাহ্ণ | 352 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনায় আটক স্ত্রীকে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকালে আটক স্ত্রী রোকসানা বেগমকে (৫০) আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে আমলী আদালত ৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন ।
মঙ্গলবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার বাড়ৈখালী গ্রামে ঘাতক স্ত্রীর ঝাড়ু দিয়ে পিটিয়ে খুন করে তার স্বামীকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ওই গ্রামের ছলিম শেখ(৬০) ও তার স্ত্রী রোকসানা বেগম(৫০) মঙ্গলবার বেলা ১১ টার দিকে সাংসারিক কাজে পাশের বাড়ৈখালী বাজারে যান। বাজার হতে ফেরার পথে ওই এলাকার এক নারী এই স্বামীর সাথে কিভাবে সংসার করেন বলে রোকসানা বেগমকে টিটকারী করেন। বাড়িতে ফিরে বিষয়টি নিয়ে ছলিম শেখ ও রোকসানা বেগমের সাথে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ছলিম শেখ তার স্ত্রীকে ঝাড়ূ দিয়ে পিটাতে শুরু করে। এ সময় স্ত্রী রোকসানা বেগম স্বামীর হাত থেকে ঝাড়ু কেড়ে নিয়ে স্বামী ছলিম শেখকে বাড়ি দেয়। এতে স্বামী ছলিম শেখ উঁচু স্থান থেকে গড়িয়ে নীচু জমির বালুর মধ্যে পরে যায়। সেখানেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা রোকসানা বেগমকে ধরে ঘরে নিয়ে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
ছলিম শেখ বাড়ৈখালী গ্রামের আউয়াল শেখের পুত্র।
নিহত ছলিম শেখ অনেক দিন কাতারে প্রবাসে ছিলেন। প্রায় ৩৫ বছর আগে একই উপজেলার লস্করপুর গ্রামের রোকসানা বেগমের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে ২ ছেলে ১ মেয়ে রয়েছে । বড় ছেলে দক্ষিন কোরিয়া প্রবাসী,ছোট ছেলে প্রতিবন্ধী। মেয়ে বিবাহিত। ছলিম শেখের স্ত্রী রোকসানা বেগমের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে উপজেলার আরধীপাড়া গ্রামে বিয়ে হয়েছিল। সেই সংসারে রোজিনা নামে তার একটি কন্যা সন্তান রয়েছে।
শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ছলিম শেখর বাবা আউয়াল শেখ বাদী হয়ে এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন। ঘাতক স্ত্রী রোকসানা বেগমকে অটক করে ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদন সহ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোট পুলিশের ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় আটক নারীকে পাঁচদিনের পুলিশ রিমান্ডসহ আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক সিনিয়র ম্যাজিস্ট্রেট ওই নারীকে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।
মন্তব্য