ঢাকা, শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জাতীয়

৮ বছর আল্লাহর কাছে কাইন্দা আমি পাইছিলাম,এতো সাধনার নিরবরে ওরা মাইরা ফালাইলো !

শ্রীনগর পোস্ট ডেস্ক

রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ণ | 1248 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ বিয়ের পর আমার সন্তান হচ্ছিল না,কত চিকিৎসা করাইছি,কত সাধনা করছি। আট বছর আল্লাহর কাছে কাইন্দা আমি নিরবরে পাইছিলাম। ওরা আমার ১৮ বছরের ছেলেটারে এমনে মাইরা ফালাইলো? আমার ছেলেটা বাঁচার জন্য নাজানি কত ছটফট করছে। আমারে মা মা বইলা ডাকছে। নিরব আর আমারে বলবো না মা দশটা টাকা দাও আমি কিছু খামু। বাড়িতে আইসা কইবো না মা খিদা লাগছে ভাত দাও।

শনিবার দুপুরে ছেলে নিবর হত্যার মামলা করতে এসে এভাবেই বিলাপ করছিলেন মা দিলারা বেগম নিপা (৪৩)। ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় শুক্রবার বিকালে তাঁর ছেলে নীরব হোসেন(১৭)কে ছুরিকাঘাত করে হত্যা করে বখাটেরা।

শ্রীনগর থানার গোলঘরে বসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বার বার মূর্ছা যাচ্ছিলেন আর বিলাপ করছিলেন। এসময় দিলারা বেগমের অর্তনাদে সংবাদকর্মী সহ উপস্থিত লোকজনের চোখ ভিজে উঠে।
এসময় তিনি বলেন, ওরা পোলাডারে না জানি কত কষ্ট দিয়া মারছে। ওরা যদি নিরবরে জানে না মাইরা দুইডা হাত-পা কাইট্টা দিত, তারপরও পোলাডা বাঁইচ্যা থাকত,আমারে মা বইলা ডাকত। আমি আমার বাবাটাকে দেখতাম। ওরা আমার বুকটা শূণ্য করে দিলো।

তিনি প্রশ্ন তুলেন,দেশের কেমন আইন জনসন্মুখে আমার সন্তানটারে মাইরা গেলগা। আমার সন্তানতো কারো ক্ষতি করে নাই।

দিলারা বেগম বলেন,চাঁদপুরের দেলোয়ার হোসেনের সাথে তার বিয়ে হয়। বড় ছেলে নিরবের পর তার ছোট ছেলে নাজমুল হাসানের জন্ম। স্বামী সন্তান নিয়ে তারা ঢাকার মিরপুরে বসবাস করতেন। তার স্বামী দেলোয়ার হোসেন বান্ডিংয়ের ব্যবসা করতেন। নিরবের বয়স যখন ৫ আর নাজমুলের ১ তখন তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর ৫ দিনের মাথায় মারা যান তার বাবাও। স্বামী ও বাবাকে হারিয়ে তিনি ২ ছেলেকে নিয়ে অন্ধকারে পরে যান।

কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, এরপর জীবনের সব সুখ বিসর্জন দিয়ে বাবার বাড়িতে এসে পোলা দুইডারে নিয়ে বাঁইচ্যা ছিলাম। কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা ও টিউশনি করে নীরবদের পড়াশোনা করিয়েছি। রাত দিন নিজে কষ্ট করেছি কিন্তু ছেলেদের কষ্ট করতে দেই নাই।

নিরব আমার বড় ছেলে। ওরে নিয়ে কত স্বপ্ন ছিল আমার। আমার কষ্ট দেখে আমার বাবায় প্রায়ই বলতো মা আমারে বিদেশ পাঠাইয়া দেও। আমি বলতাম বাবা পড়ালেখাটা করো পরে কাজে যাইও। তারপরও বলছে এবার পরীক্ষার পর কোথাও কাজ নেবে। সংসারের হাল ধরবে। একটি সুপার শপে কাজের জন্য সিভি দিবে বলে শুক্রবার সন্ধ্যায় ওর ছবি উঠানোর কথা ছিল। কাজ করে আর আমাকে কষ্ট করতে দেবে না। অথচ আমারে কষ্টের সাগরে ভাসায়ে চলে গেল।

তিনি তার সন্তান হত্যার বিচার চেয়ে বলেন, এমন ঘটনা যেন কোনো অসহায় মায়ের সঙ্গে আর না ঘটে।
নীরবের নানি মাবিয়া বেগম বলেন, অল্প বয়সে নীরবের মা স্বামীহারা হয়। দুই ছেলের কথা চিন্তা করে আর দ্বিতীয়বার সংসার করেনি। ফজরের নামাজের পর থেকে টিউশনি শুরু করতো পরে স্কুলে যেত। বিকেল থেকে আবার রাত পর্যন্ত টিউশনি করে ছেলেদের মানুষ করছিল। আমার জনম দুখি মেয়ের আদরের ধন ওরা কেমনে মাইরা ফালাইলো।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কামারগাও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে ছুরিকাঘাতে নিরব নিহত হয়।

গত বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলাকালে কিশোর গ্যাংয়ের ১২ থেকে ১৫ জন মিলে স্কুলের ছাত্রীদের উত্যক্ত করতে থাকে। এসময় সাব্বির,নিরব ও কাজী অহিদুল উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের সাথে তাদের বাক বিতন্ডা ও হাতাহাতি হয়। পরে বখাটেরা দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এর জের ধরে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে প্রায় একশ গজ পশ্চিমে কামারগাও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের পাশে এসে বখাটেরা নিরবকে ছুরিকাঘাত করে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। স্থানীয়রা নিরবকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে ৩ জনকে কুপিয়ে জখমের ঘটনায় ৩১ জনকে আসামী করে মামলাঃগ্রেপ্তার ১০ শ্রীনগরে ড্রেজার নিয়ে দ্বন্দ্বঃইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ ৩ জনকে কুপিয়ে জখম শ্রীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম সভা সাতক্ষীরা সদর পিএফজির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনের আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন এম মাহবুব উল্লাহ কিসমত শ্রীনগরের রিচি জাতীয় শিক্ষা সপ্তাহে নির্ধারিত বক্তৃতায় সারা দেশে তৃতীয় হয়েছে শ্রীনগরে মোবাইল ফোন চুরির অপবাদে শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনঃ গ্রেপ্তার ১ শ্রীনগরের সন্তান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর আজ ৮৯ তম জন্মদিন শ্রীনগরে খাস জমির লীজ নিয়ে সালিশঃপ্রতিপক্ষের মারধরে হাসপাতালে ১ জনের মৃত্যু আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন শ্রীনগরে ট্রেনের ধাক্কায় নারী নিহতঃ দুর্ঘটনা নাকি আত্নহত্যা? শ্রীনগরে আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ গঠিত শ্রীনগরে মাহবুব উল্লাহ কিসমত,এ্যাডভোকেট কামরুল হাসান ও সামছুন নাহার সুমি জয়ী শ্রীনগর উপজেলা নির্বাচনে থাকছেন ১৬ জন ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৫শ সদস্য বটিয়াঘাটা পিএফজির পক্ষ থেকে মানববন্ধ ও লিফলেট বিতরন কর্মসূচি শ্রীনগরে প্রেমে প্রতারিত হয়ে কলেজ ছাত্রীর আত্নহত্যা শ্রীনগরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে পিএফজির মত বিনিময় সভা বটিয়াঘাটায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর  পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগর থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকার ১০ দিন পর ঢাকায় উদ্ধারঃ গ্রেপ্তার ১ মিঠু চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মুন্সীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন শ্রীনগরে জবাই করা নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে আটক ৩ খুনি শ্রীনগরে রেল লাইন থেকে আটপাড়া ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতির লাশ উদ্ধার শ্রীনগরে ছাত্রের লাশ উদ্ধারের ২ বছর পর একই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পিবিআই শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জনের মধ্যে ৪ জনই এক ইউনিয়নের শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জামা দিলেন যারা রাজাপুর উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে নাতিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নানীর মৃত্যু শ্রীনগরে ২ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন