জাতীয়
মুন্সীগঞ্জ ১ আসনে কে পাচ্ছেন নৌকা
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ২:৫৭ অপরাহ্ণ | 1212 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জ ১ আসনে নৌকা পাচ্ছেন কে? এই প্রশ্ন এখন সর্বত্র। চায়ের দোকান, আটোস্ট্যান্ড, হাট- বাজার,বিভিন্ন অফিস থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম। সবখানেই গুঞ্জন চলছে মুন্সীগঞ্জ-১ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপি নির্বাচনে এখনো আসবে কিনা তা নিশ্চিত নয়। একারণে নির্বাচনে জয় পরাজয়ের চেয়ে নৌকা কে পাচ্ছেন এই প্রশ্নই এখন চারদিকে উত্তাপ ছড়াচ্ছে ।
মুন্সীগঞ্জ-১ আসন(শ্রীনগর-সিরাজদিখান উপজেলা)থেকে ইতিমধ্যে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রায় দেড় ডজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র আওয়ামী লীগ কার্যালয়ে জমা দিয়েছেন। পাশাপাশি জোটবদ্ধ ভাবে নির্বাচন করার জন্য ইচ্ছা প্রকাশ করে নির্বাচন কমিশনে আবেদন করেছে বিকল্পধারা। বিকল্প ধারার মুখপাত্র মাহী বি,চৌধুরী গত নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট বেধে এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত বছর তিনি নির্বাচিত হলেও আওয়ামী লীগের তৃণমূল এই বছর নিজ দল থেকে প্রার্থী পাওয়ার জন্য একাট্টা। তবে দলটিতে একক ভাবে শক্ত অবস্থানের কোন প্রার্থী না থাকায় এখানে আওয়ামী লীগের সাথে জোটে রয়েছেন এমন কোন দলকে ছাড় দেওয়ার বিষয়টিও অগ্রাধিকার পাচ্ছে।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিভিন্ন সূত্রে জোড়ালো ভাবে যাদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু,সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন আহমেদ,ঢাকা মহানগর (দক্ষিন) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সাবেক সহ সম্পাদক ব্যারিস্টার গোলাম কিবরিয়া শিমুল। জোটের বাইরে থেকে নৌকার প্রার্থী দিলে এই ৪ জনের যে কারো নাম আসতে পারে।
অপরদিকে বিকল্পধারা জোট থেকে মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন পচ্ছে কিনা এমন প্রশ্নে দলটির বেশ কয়েকজন নেতা পাল্টা প্রশ্ন রাখেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সবুজ সংকেত না পেয়েই কি বিকল্পধারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে ইলেকশন কমিশনে আবেদন করেছে? তারা আরো বলেন, বিকল্পধারার প্রতিষ্ঠাতা বি.চৌধুরীর নিজ এলাকা মুন্সীগঞ্জ ১। এই ক্ষেত্রে দলটির প্রথম পছন্দের তালিকায় মুন্সীগঞ্জ-১ রয়েছে সবার আগে।
নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মাহী বি.চৌধুরীর সাক্ষাত করার কথা রয়েছে। সেখানেই তার প্রার্থীতা চুড়ান্ত হতে পারে।
অপর একটি সূত্র জানায়, জোটবদ্ধ হয়ে নির্বাচনে আসার আবেদন করলেও বিকল্পধারা প্রতিক হিসাবে রেখেছে কুলা। বিষয়টি প্রধানমন্ত্রী পছন্দ করেননি। সে ক্ষেত্রে মাহী বি.চৌধুরী জোটের প্রার্থী হলে তাকে নৌকা প্রতিক নিয়েই নির্বাচন করতে হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে সভা করবেন। সেখানেই তিনি ৩শ আসনে কারা মনোনয়ন পাচ্ছেন তা ঘোষণা করতে পারেন। বিষয়টি নিয়ে অতি গোপনীয়তা থাকায় কে মনোনয়ন পাচ্ছেন তা প্রধানমন্ত্রীর ঘোষণার আগে কারো পক্ষেই জানা সম্ভব নয়।
আওয়ামী জোটের প্রতিদ্বন্দ্বী হিসাবে মুন্সীগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির পক্ষে নির্বাচন করতে পারেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক এ্যাডভোকেট সালমা ইসলাম ও তৃণমূল বিএনপির প্রার্থী হিসাবে বিএনপির প্রয়াত মন্ত্রী নাজমুল হুদার কন্যা অন্তরা হুদা।
আওয়ামী লীগ জোটের বাইরে সংসদে বিরোধী সদস্য হিসাবে জাতীয় পার্টি বা তৃণমূল বিএনপির প্রার্থীকে মুন্সীগঞ্জ-১ আসনে ছাড় দেওয়ারও জোড় গুঞ্জন রয়েছে।
আওয়ামী লীগ একক নাকি জোট থেকে প্রার্থী আসেন তা দেখার জন্য আরো অন্তত ১ দিন অপেক্ষা করতে হবে।
তবে আওয়ামী লীগ জোট,নাকি বিরোধী শিবির থেকে কে হবেন এই আসনের এমপি তাই দেখার বিষয়।
মন্তব্য