
শ্রীনগর
শ্রীনগরে সামাজিক-সম্প্রীতি সমাবেশে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১৩ অপরাহ্ণ | 224 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন শ্রীনগরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা ও সামাজিক-সম্প্রীতি সমাবেশে করেছেন। সোমবার বিকালে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে দুটি সভায়ই তিনি প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন। এসময় মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ,শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর,বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার,জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন,শ্রীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রয়েল,শ্রীনগর উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম আবু ইসহাক,পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মোদক,হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি স্বপন রায়,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ গনমাধ্যম কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পুলিশ সুপার আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামারার পাশাপাশি পালা করে পাহাড়ার ব্যবস্থা রাখতে বলেন এবং কেউ কোন যাতে কোন রকম ব্যাঘাত সৃস্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে বলেন।
জেলা প্রশাসক সভায় উত্থাপিত বক্তব্যের প্রেক্ষিতে উপজেলা ট্রমা সেন্টার চালু,আলুর দাম নিয়ন্ত্রন সহ বাজার ব্যবস্থাপনা ও মুন্সীগঞ্জ জেলার সীমানা পিলার স্থাপনা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকতান্ড বেগবান করার কথা বলেন। এসময় তিনি সাবইকে সামাজিক-সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।
সমাবেশ শেষে সামাজিক সুরক্ষার আওতায় প্রতিবন্ধী ও অর্থাভাবে শিক্ষা বন্ধের উপক্রম হওয়া বেশ কয়েকজনকে চেক প্রদান করা হয়।




শ্রীনগর থেকে আরও পড়ুন



শ্রীনগর সর্বাধিক পঠিত

মন্তব্য