জাতীয়
শ্রীনগরে অটোরিক্সা উল্টে নিহত ১
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১১:০২ অপরাহ্ণ | 1805 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে রাস্তার উপর ফেলে রাখা ইটের স্তুপের সাথে ধাক্কা লেগে অটোরিক্সা উল্টে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বেঁজগাও-নওপাড়া সড়কের তাড়াটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাড়াটিয়া বেপারী বাড়ীর সামনে মাসুম হোসেনের ইটের গাড়ি এসে রাস্তার অর্ধেকটা দখল করে ইট ফেলে রাখে। ওই রাস্তা দিয়ে বেজগাও আসার সময় বিপরীতমুখি অপর একটি অটোরিক্সারকে সাইড দিতে গিয়ে ইটের স্তুপের সাথে ধাক্কা লেগে এই অটোরিক্সাটি উল্টে যায়। এসময় অটোরিক্সার যাত্রী শাহিন শিকদার (৬৪) সহ আরো ২জন আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহিন শিকদারকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে শাহিন শিকদারের ঠিকানা লেখা রয়েছে সুভাঢ্যা-কেরাণীগঞ্জ। তার বাবার নাম আবুল হোসেন। অপর একটি সূত্র জানায় তার গ্রামের বাড়ি উপজেলার উত্তরগাও গ্রামে। তিনি গ্রামের বাড়ি থেকে কেরাণীগঞ্জে ফিরছিলেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছে। দুটি অটোরিক্সাই আটক রয়েছে।
মন্তব্য