
খেলাধুলা
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শ্রীনগরে বালক ও বালিকাদের পৃথক প্রীতি ফুটবল ম্যাচ
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৬:০১ অপরাহ্ণ | 212 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে শ্রীনগরে বালক ও বালিকাদের পৃথক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকাদের খেলায় আরধীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বীরতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলাটি গোল শূন্য ড্র হয়। বালক বিভাগে হাঁসাড়া ঢালীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পাড়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত খেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির , কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সহ সম্পাদক মাকসুদ আলম ডাবলু, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কাশেম শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম প্রমুখ।
খেলায় পৃষ্টপোষকতা করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী। খেলা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল প্রদান করা হয়।




খেলাধুলা থেকে আরও পড়ুন



খেলাধুলা সর্বাধিক পঠিত

মন্তব্য