জাতীয়

আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে নয় বিক্রমপুরের মানুষের পক্ষে নির্বাচন করছি-মাহী বি.চৌধুরী

শ্রীনগর পোস্ট ডেস্ক

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ অপরাহ্ণ | 1082 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার এমপি প্রার্থী মাহী বি.চৌধুরী বলেছেন, ২৫ বছর ধরে সক্রিয় রাজনীতিতে আছি। এর আগে আমার বাবা করেছে,দাদা করেছে। আমাদের কিছু উপলব্ধি হয়েছে। সেই উপলব্ধিতে নির্বাচনটা করছি। রাজনীতিতে আমি আমার নিজেকে চিনেছি। বুঝেছি আমি কোন রাজনীতি করতে পারবো কোনটা পারবো না। আগামী ৭ জানুয়ারীর নির্বাচন আমাদের জন্য ক্ষমতায় যাওয়ার নির্বাচন না। শুধুমাত্র একটা আসনে বিকল্পধারার জয়লাভ করার নির্বাচন না। এই নির্বাচন চৌধুরী পরিবারের ইজ্জতের নির্বাচন। এই নির্বাচন বিক্রমপুরের মানুষের ইজ্জতের নির্বাচন। আমার নির্বাচন কোন দলের বিরুদ্ধে নয়। আওয়ামী লীগ,বিএনপির বিরুদ্ধে নয় বিক্রমপুরের মানুষের পক্ষে নির্বাচন করছি।

মঙ্গলবার দুপুরে মাহী বি.চৌধুরীর নিজ বাড়ি শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটায় বিকল্পধারার কর্মী সভায় তিনি আরো বলেন,আল্লাহকে হাজির নাজির করে বলতে চাই, আমি যেই রাজনীতি করতে চাই সেই রাজনীতি করবো। রাজনীতিবিদদের মাঝে মাঝে মনের কথা মুখে বের করতে হয়না। আমি এবার মনের কথা,বুকের কথা মুখ দিয়ে বলব। এতে আমার রাজনীতির কি ক্ষতি হবে তা বুঝে লাভ নেই। কফিলউদ্দিন চৌধুরী,বি.চৌধুরীর যে ঐতিহ্য সেই ঐতিহ্যের বাইরে আমি রাজনীতি করতে পারবো না। আমার মনেরটা লুকিয়ে আমি আর অভিনয় করতে পারবো না। জন্মের পর থেকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করে আসছি। বিএনপি প্রতিষ্ঠা করেছে আমার বাবা বি.চৌধুরী। বিএনপির গুলশানের প্রথম অফিসের পর্দা হয়েছে আমার মায়ের দেওয়া আমাদের বাসার পর্দায়। আমরা বিএনপি করি নাই, মনে করতাম আমরাই বিএনপি। বিএনপির গ্রাস রুটের সাথে আমাদের কোনদিন কোন সমস্যা হয় নাই। আমাদের সমস্যা হয়েছে উপরের তলায়। ২০০১ সালে আমার পরিচালনায় হয়েছে সাবাস বাংলাদেশ। আওয়ামী লীগের অত্যাচার তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগকে শত্রু ভেবে রাজনীতি করেছি। কোনদিন স্বপ্নেও চিন্তা করি নাই ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করতে হবে। কর্মী সভায় তিনি আরো বলেন, ২০১৮ সালে আনন্দের সাথে নৌকায় উঠেছি। চৌধুরী পরিবারের শিকড় কফিলউদ্দিন চৌধুরীর নৌকায় উঠেছি। ১৯৫৪,১৯৭০ সালে তিনি আওয়ামী লীগের এমপি হয়েছেন। রাজনীতিতে প্রধান হচ্ছে শিকড়,আমার শিকড় কফিলউদ্দিন চৌধুরী।শিকড় বা মূল না থাকলে কি থাকে। আর এখন শুনছি তৃণমূল বিএনপি। তৃণমূল না আসলে ছিন্নমূল। তৃণমূল বিএনপির শিকড় দোহারে।

মুন্সীগঞ্জ-১ আসনের সর্বশেষ এমপি মাহী বি.চৌধুরী বলেন,গত ৫ বছর আওয়ামী লীগের সাথে কাজ করেছি।কাজ করতে গেলেতো কিছু সমস্যা হবেই। কিন্তু সমস্যার কথা আজ বলতে চাই না। আজ বলতে চাই আওয়ামী লীগ সম্পর্কে আমার ভাল উপলব্ধি হয়েছে। আমিতো আওয়ামী লীগ সম্পর্কে জানতাম না। আওয়ামী লীগকে শত্রু ভেবে রাজনীতি করেছি। এক সাথে কাজ করতে এসে দেখেছি তাদের আবেগ একটু বেশী। যে দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় তাদের আবেগ একটু বেশী হতেই পারে। আগে ভাবতাম ছাত্রলীগ মানেই মারামারি,কিন্তু ছাত্রলীগ যুবলীগের মধ্যে অনেক দেশ প্রেমিককে দেখেছি। আজ সবকিছু ভালভাবে দেখতে চাই।ভাল খারাপ মিলিয়েই মানুষ।

আগামী ৭ তারিখ পর্যন্ত তিনি তার দলের কোন কর্মীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থীর বিরুদ্ধে কথা না বলার নির্দেশ দেন। তিনি বলেন, মানুষ কখনো ক্ষমতার মালিক হয় না। ক্ষমতার মালিক আল্লাহ।মানুষকে ক্ষমতাবান মনে করলে তা শিরক গুনাহ।

মাহী বি.চৌধুরী বলেন, আগামী ২৬ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারী পর্যন্ত তার বোন ডাঃ শায়লা চৌধুরীর নেতৃত্বে ১৫ জন ডাক্তার শ্রীনগর ও সিরাজদিখানে ৬টি মেডিকেল ক্যাম্প করবে। আগামী ২১ ডিসেম্বর মজিদপুর দয়হাটার শান্তি কুঞ্জ থেকে বিকল্পধারার প্রচারনা শান্তি এক্সপ্রেস নামে কাজ শুরু করবে। ২৮টি ইউনিয়নে বিকল্পধারা ১২০টি পথসভা করবে। শান্তি প্রিয় মানুষ আমাদের পাশে থাকবে ইনশআল্লাহ।

বিকল্পধারার শ্রীনগর উপজেলার সদস্য সচিব গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় উপস্থিত ছিলেন বিকল্পধারার নেতা আসাদুজ্জামান বাচ্চু,জাহাঙ্গীর আলম নিশি,লক্ষন মন্ডল,জিল্লুর রহমান,আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম মিন্টু সহ কয়েকশ নেতা কর্মী।

 

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে সংগঠক মোঃ জসিম মোল্লার উদ্যোগে শিশুদেরকে ঈদের পোশাক বিতরণ শ্রীনগরে মামলা করতে থানায় এসে দেখেন ডাকাতির সময় ব্যবহৃত গাড়ি,অতঃপর…. শ্রীনগরে মামলার স্বাক্ষী হওয়ায় মারধরের অভিযোগ অড়িয়াল বিলকে আগের রুপে ফিরিয়ে আনতে হবে সমীক্ষা প্রকল্পের কর্মশালায় সবাই একমত শ্রীনগর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে চেক বিতরণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু শ্রীনগরে সাবেক এমপি ও তার স্ত্রীর নামে সহ ৩টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন প্রতিবাদের মুখে প্রকল্পের স্থানে ফিরে যাচ্ছে রাস্তাঃরক্ষা পেল চন্দ্রের বাড়ি মাঠ শ্রীনগরে ৪টি অস্থায়ী গরুর হাটের ইজারা মূল্য প্রায় দেড় কোটি টাকা শ্রীনগরে নারীর নগ্ন ভিডিও ধারনের পর ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ঃ২ যুবক গ্রেপ্তার সন্তান প্রসবের জন্য গৃহবধুকে নিয়ে যাচ্ছিল ঢাকাঃবাসের চাপায় একই পরিবারের ৪ জন সহ নিহত ৫ শ্রীনগরে সালিশদারদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আড়িয়ল বিলে কৃষকদের সাথে দুই উপদেষ্টার মতবিনিময় মুন্সীগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাহাদাৎ, সাধারণ সম্পাদক সৈকত শ্রীনগর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির কমিটি গঠন শ্রীনগর প্রেস ক্লাবের ইফতার মাহফিল শ্রীনগরের ভাগ্যকুলে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবীর অভিযোগ শ্রীনগরে প্রবাস ফেরত স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন-মীর সরফত আলী সপু ফকিরহাটে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীনগরে মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির মানববন্ধন সম্প্রীতির ফকিরহাট বিনির্মানই আমাদের লক্ষ্য শ্রীনগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা  শ্রীনগরে বেড়াতে এসে ভ্যান চাপায় শিশুর মৃত্যুঃ থানায় চালকের আত্নসমর্পণ শ্রীনগরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল আদর্শ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নির্মম হত্যাকান্ডের শিকার রোমানের পরিবারের পাশে দাঁড়ালেন মীর সরফত আলী সপু শ্রীনগরে তারুণ্যের উৎসব উদযাপন এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বাগেরহাট সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত