
জাতীয়
শ্রীনগরে অগ্নিকান্ডে ঘুমন্ত যুবকের মৃত্যু
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৮:১৬ পূর্বাহ্ণ | 1026 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগরে অগ্নিকান্ডে এক ঘুমন্ত যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার আটপাড়া গ্রামের মোল্লা পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোঃ কাউসার(২৩)। সে ওই গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৩টার দিকে তাদের টিনশেট ঘরে আগুন লাগে। এসময় কাউসার ঘুমিয়ে ছিল। আগুন দেখে বাড়ির লোকজন চিৎকারে করে তাকে ডাকলেও সে ঘর থেকে বের হতে পারেনি। খবর পেয়ে রাত সাড়ে ৩টায় শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে ঘর থেকে কাউসারের ঝলসানো মৃত দেহ উদ্ধার করা হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন জানায়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য