অপরাধনামা
শ্রীনগরে গ্যারেজ ম্যানেজারকে বেধে রেখে ৭টি অটোরিক্সা ছিনতাই
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৪:৫৬ অপরাহ্ণ | 619 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে গ্যারেজ ম্যানেজারকে বেধে রেখে ৭টি অটোরিক্সা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার কেয়টখালী ডাক্তার রোডের রুবেলের অটো গ্যারেজে এই ঘটনা ঘটে।
গ্যারেজেরে মালিক রুবেল জানান, তার গ্যারেজে ব্যাটারি চালিত অটোরিক্সা ভাড়ার বিনিময়ে রাখা হতো। গ্যারেজটি পরিচালনা করে মোঃ রহমত নামের এক ম্যানেজার। শনিবার রাত আড়াইটার দিকে গ্যারেজের দক্ষিন পাশের গেট ভেঙ্গে একটি চক্র গ্যারেজে প্রবেশ করে ম্যানেজার রহমতকে খুটির সাথে বেঁধে ফেলে। পরে তারা গ্যারেজের ৭টি ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় গ্যারেজ মালিক রুবেল বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোদ দায়ের করেছেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। গ্যারেজ ম্যানেজারের সম্পৃক্তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে।
মন্তব্য