অপরাধনামা
শ্রীনগরে ফাও ইলিশ না পেয়ে জেলেকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৪:০৪ অপরাহ্ণ | 536 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ পদ্মার চরে ফাও মা ইলিশ না পেয়ে রুবেল সরদার(২৫) নামে এক জেলেকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী রিয়াদকে (২৬) গেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে ময়মনসিংগের হালায়াঘাট থেকে গ্রেপ্তার করা হয়।
গত ২৯ অক্টোবর রবিবার রাত ৭ টার দিকে ভাগ্যকুল ইউনিয়নের সাবেক মেম্বার খোকন খানের ছেলে রিয়াদ তার লোকজন নিয়ে নুরু বয়াতির চরে এসে জেলেদের কাছে মা ইলিশ দাবী করে। এতে জেলারা বাধা দেয়। এসময় রিয়াদ ক্ষিপ্ত হয়ে পদ্মা উত্তর থানার জশলদিয়া গ্রামের বাবু সরদারের ছেলে রুবেল সর্দারকে গুলি করে। রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গুলির পরপরই রিয়াদ তার লোকজন নিয়ে চর থেকে চলে আসে। এঘটনায় রুবেলের বাবা বাবু সরদার বাদী হয়ে ৪জনকে এজাহার ভূক্ত সহ আজ্ঞাত নামা কয়েকজনকে আসামী করে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করে।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ রিয়াদকে ময়মনসিংহের হালুয়া ঘাট থেকে গ্রেপ্তার করে
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, রুবেল হত্যা মামলার প্রধান আসামী রিয়াদকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
মন্তব্য