অপরাধনামা
এক্সপ্রেসওয়ের হাঁসাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও একাধিক ধারালো অস্ত্র সহ আটক ১
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ১১:১০ অপরাহ্ণ | 495 বার পড়া হয়েছে
শাহ আলম ইসলাম নিতুলঃ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া অংশের হাঁসাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও একাধিক ধারালো অস্ত্র সহ ১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৩টার দিকে কেসি রোড এলাকা থেকে ডাকাত সবুজ হোসেন রিপন(৩৮)কে আটক করা হয়।
পুলিশ জানায়,কেসি রোড সংলগ্ন এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে পিকআপ ভ্যান দিয়ে ব্যারিকেট দিয়ে ঢাকাতির চেষ্টার সংবাদ পেয়ে শ্রীনগর থানা পুলিশ দ্রæত সেখানে ছুটে যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি পালিয়ে যাওয়ার সময় পুলিশ কৌশলে পিকআপ ভ্যানটিকে(ঢাকা মেট্রো ন ২৩-১৫২৪)আটকে দেয়। ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় সুবজ হোসেন রিপন(৩৮) নামে একজনকে পুলিশ পিকআপ ভ্যানের ভেতরে থেকে ধরে ফেলে।এসময় রিপনের জিম্মায় থাকা পিকআপ ভ্যানের সিটের নীচ থেকে ছেনদা,চাপাতি,ছোরা,লোহার পাইপ উদ্ধার করে। রিপন জানায়, ডাকাত কামাল হোসেন (৪০),সাইফুল ইসলাম(৪৫) সহ আরো ৪ থেকে ৫জন মিলে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এই ঘটনায় শ্রীনগর থানার এসআই মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে শ্রীনগর মামলা দায়ের করেছেন। আটক রিপন হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা গ্রামের বাবুল মিয়ার পুত্র।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, রিপনকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পলাতকদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য