
শ্রীনগর
শ্রীনগরের বাঘড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের দ্বন্দ্বের জেরে গুলিবিদ্ধ ১
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ১১:০৯ অপরাহ্ণ | 455 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলার বাঘড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের দ্বন্দ্বের জের ধরে ১ জন গুলিবিদ্ধ হয়েছে। এঘটনায় ওই এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এক পক্ষ দাবী করছে বুধবার বিকাল সোয়া ৫টার দিকে এই গুলির ঘটনা ঘটেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে বিকাল ৪টার দিকে বাঘড়া এলাকার আলমাসের দোকানের মোড়ে শাকিল, রাসেল সহ ২০/২৫ জন কাউসার গ্রুপের হৃদয় নামে এক কাঠ মিস্ত্রির উপর চড়াও হয়। পরবর্তীতে উপস্থিত লোকজন রাসেল গ্রুপকে উক্ত স্থান থেকে সরিয়ে দেয়। কিন্তু এই ঘটনার পর রাসেল লোকজন নিয়ে কাউসারের বাড়িতে হামলা করে কাউসারের বোন রিনা (৪০), ও ভাবি তানিয়া (৩০) কে মারধর করে। এর জের ধরে কাউসার তার লোকজন নিয়ে রাসেলকে খোজতে থাকে। একপর্যায়ে মধ্য বাঘড়া এলাকার আওলাদ তালুকদারের বাড়িতে রাসেল অবস্থান করছে জানতে পেরে কাউসার তার সঙ্গীয় ১৫/২০ জন সহ সেখানে উপস্থিত হয়ে রাসেলের পায়ে গুলি করে। স্থানীয়রা রাসেলকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজমান। অপর একটি সূত্র জানায়, গুলিবিদ্ধ কাউসার ম্যাগনেট গ্রুপের লোক। অপরদিকে কাউসার ইউপি সদস্য সালাম মেম্বারের গ্রুপের হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে থাকে। দীর্ঘদিন ধরে সালাম মেম্বার ও ম্যাগনেট গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, এই ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।




শ্রীনগর থেকে আরও পড়ুন



শ্রীনগর সর্বাধিক পঠিত

মন্তব্য