শ্রীনগর
শ্রীনগরে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৫:০১ অপরাহ্ণ | 165 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অপর্ণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অপর্ণ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ্ আল তায়াবীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল বাকী, বীর মুক্তিযোদ্ধা আনিছুল ইসলাম তালুকদার, শ্রীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগম, আওয়ামী লীগ নেতা আবু হানিফা মোহাম্মদ নোমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পলাশ প্রমুখ।
মন্তব্য