
অপরাধনামা
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ১৭ জুন, ২০২৩, ২:৪১ অপরাহ্ণ | 299 বার পড়া হয়েছে



আরিফ হোসেন: একাত্তর টেলিভিশনের জামালপুর জেলার বক্শীগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে শ্রীনগর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সভা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
শ্রীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রয়েল, সাবেক সাধারণ সম্পাদক অধীর রাজবংশী,যুগ্ন-সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের শ্রীনগর উপজেলা সংবাদদাতা শাহ আলম ইসলাম নিতুল। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান খান,আরিফুল ইসলাম শ্যামল,আমিত খান,উজ্জ্বল দত্ত,মুনিরুল ইসলাম,নাহিদ হাসান,নাজমুল খান সুজন,আজিজুল ইসলাম রনি, সাইফুল ইসলাম শিপু ও বিক্রমপুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সহ সাধারণ সম্পাদক সান্দ্র মোহন্ত। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।




অপরাধনামা থেকে আরও পড়ুন



অপরাধনামা সর্বাধিক পঠিত

মন্তব্য