
অপরাধনামা
মুক্তিপন না পেয়ে আহত দোকান কর্মচারীকে হাঁসাড়ায় ফেলে গেল যাত্রীবেশী ছিনতাইকারী চক্র
শ্রীনগর পোস্ট ডেস্ক
রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১১:৫৯ অপরাহ্ণ | 441 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলার হাঁসাড়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে সোহেল শেখ(৪৫) নামে এক দোকান কর্মচারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। রাত সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করা হলে তিনি জানান, মুক্তিপন না পেয়ে ছিনতাইকারীরা তাকে মারধর করে মাইক্রোবাস থেকে এখানে ফেলে গেছে।
সোহেল শেখের স্বজনরা জানান, রাত ৯ টার দিকে সোহেল শেখ ঢাকার যাত্রাবাড়ী থেকে শ্রীনগর আসার বাস না পেয়ে সে একটি মাইক্রোবাসে উঠে। মাইক্রোবাসটি ধলেশ্বরী টোল প্লাজা পার হলে মাইক্রোবাসের যাত্রীবেশী ৪ থেকে ৫ জন মিলে তাকে জিম্মি করে ফেলে। পরে মাইক্রোবাসটি কেসি রোড এলাকায় আসলে চক্রটির সদস্যরা তাকে মারধর করে মোবাইল ফোনসেট ও নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তার বাড়িতে ফোন দিয়ে মুক্তিপন দাবী করে। মুক্তিপনের আশায় চক্রটি মাইক্রোবাস নিয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে ষোলঘর ও শ্রীনগর এলাকা দিয়ে ঘুরতে থাকে। মুক্তিপন না পাওয়ায় শুরু হয় তার উপর বিভিন্ন কায়দায় নির্যাতন। এসময় চক্রটির সদস্যদের পরপর আঘাতে সোহেল শেখের পা কেটে যায়। সোহেল শেখের অবস্থা গুরতর দেখে চক্রটি রাত সাড়ে ১০টার দিকে সোহেল শেখকে হাঁসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের পাশ্চিম দিকের সার্ভিস লেনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার পায়ে বেশ কয়েকটি সেলাই লেগেছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান। সোহেল শেখ শ্রীনগর উপজেলার ছোট বেজগাও গ্রামের টোনাই শেখের পুত্র। সে ঢাকার বঙ্গবাজার এলাকায় একটি দোকানের কর্মচারী।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, বিষয়টি তিনি জানতেন না। হাসপাতালে পুলিশের টিম পাঠানো হচ্ছে।




অপরাধনামা থেকে আরও পড়ুন



অপরাধনামা সর্বাধিক পঠিত

মন্তব্য