অপরাধনামা
শ্রীনগরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে হত্যাঃ স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ | 569 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামী অহিদুল মুন্সীকে (৪০) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান এ রায় ঘোষনা করেন।
২০২১ সালের ৩ জুন রাত আড়াইটার দিকে উপজেলার বালাসুর বাঘাডাঙ্গা এলাকার অহিদুল মুন্সী ধারালো কাঁচি দিয়ে তার স্ত্রী পারভিন বেগমের গলায় পোঁচ দিয়ে জবাই করে লাশ গুম করার উদ্দেশ্যে পুকুরের উত্তর পূর্ব কোনে কচুরিপানার নীচে লুকিয়ে রাখে। অহিদুল মুন্সী ওই এলাকার শাহ আলম মুন্সীর ছেলে। রায় ঘোষনার সময় আসামীকে পুলিশ হেফাজতে কারাগার হতে আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানাগেছে, ২৩ বছর আগে পারভীন বেগমের সাথে অহিদুলের বিয়ে হয়। অহিদুল মুন্সী একজন ভ্যান চালক। তাদের সংসারে শম্পা (১৯), ইয়াছিন (১২), মীম (৯) এবং জান্নাত (৭) নামের ৪ সন্তান রয়েছে। আসামীর সাথে একই গ্রামের মৃত করিম উদ্দিন ডাফার ছেলে রাজা মিয়া ডাফা (৫০) ও ইনসান ডাফার (৬০) জমি-জমা নিয়া পূর্ব হতে বিরোধ চলে আসছিল। ২০২১ সালের ২ জুন রাত ৮টার দিকে আসামী অহিদুল মুন্সী ভ্যান চালিয়ে বাড়িতে এসে প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া-দাওয়া শেষে তার স্ত্রী এবং তার ছোট মেয়ে জান্নাতকে (৫) সহ তাদের টিনের দোচালা বসত ঘরে ঘুমিয়ে পড়ে। রাত অনুমান দেড়টার দিকে আসামী তার স্ত্রীকে ঘুম থেকে উঠিয়ে বলে আমাদের নামে থানায় মামলা হয়েছে আমাদের ধরতে পুলিশ আসতেছে চলো আমরা পালিয়ে যাই। এই কথা বলে আসামী তার স্ত্রীকে নিয়ে পালানোর জন্য বাড়ি হতে ১ কিলোমিটার পূর্ব দিকে শ্রীনগর উপজেলার বালাশুর বাঘাডাঙ্গা গ্রামের কামলা ডাঙ্গার বিলে মোসলেম মীরবলের পুকুরের পূর্ব পাড়ের করলা ক্ষেতের উত্তর পার্শ্বে নিয়ে ২০২১ সালের ৩ জুন রাত আড়াইটার দিকে ধারালো কাঁচি দিয়ে পারভিন বেগমের গলায় পোঁচ দিয়ে জবাই করে লাশ গুম করার উদ্দেশ্যে ওই পুকুরের উত্তর পূর্ব কোনে কচুরিপানার নীচে লুকিয়ে রাখে। পরে প্রতিপক্ষের লোকজন তার স্ত্রীকে অপহরণ করেছে বলে প্রচার করে। পুলিশী জিজ্ঞাসাবাদে এলোমেলো কথা বলায় অহিদুলকে আটক করা হয়। এর কয়েক ঘন্টা পরই সে পুলিশের কাছে দোষ স্বীকার করলে পুলিশ কচুরি পানার নীচ থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত পারভীন বেগমের ভাই মো.জাহাঙ্গীর বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করে। পুলিশ ৭২ ঘন্টার মধ্যে এই মামলার চার্জশিট প্রদার করে। আসামীকে আদালতে হাজির করলে আসামী বিচারকের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে। এ ঘটনায় মামলার সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামীকে দোষী সাব্যস্ত করে বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষনা করেন।
এ ব্যাপারে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামী অহিদুল মুন্সীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষনার সময় আসামীকে পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হয়।
মন্তব্য