রাজনীতি
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে জিঠু’র প্রার্থীতা ঘোষণা
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ১২ মে, ২০২৩, ১১:২৬ অপরাহ্ণ | 1695 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু। শুক্রবার বিকালে ওয়াহিদুর রহমান জিঠুর নিজের এলাকা উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পরামর্শ সভায় মিলিত হয়ে তিনি এই ঘোষণা দেন।
শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মজিদ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ওই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। গাদিঘাট এলাকায় অনুষ্ঠিত সভায় শ্যামসিদ্ধি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন। এসময় শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফহিম ইসলাম প্রিন্স সহ ওয়াহিদুর রহমান জিঠুর অনেক শুভাকাংখি সেখানে উপস্থিত ছিলেন।
ওয়াহিদুর রহমান জিঠু শ্রীনগর উপজেলা ছাত্রলীগ ও শ্রীনগর কলেজ ছাত্র লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সে সেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে যুক্ত হন এবং সর্বোচ্চ ভোটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী ২০ মে শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদে নিজের প্রার্থীতা ঘোষণা করলেন।
মন্তব্য