রাজনীতি
শ্রীনগরে পদ্মা সেতু সংযোগ রেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীঃ বইছে উৎসবের আমেজ
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৬:৫৩ অপরাহ্ণ | 845 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ দেশের রেল যোগাযোগের সাথে এই প্রথম যুক্ত হয়েছে শ্রীনগর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় মাওয়া স্টেশনে পদ্মা সেতু রেল সংযোগ (ঢাকা-ভাঙ্গা) অংশ উদ্বোধন করবেন। শ্রীনগর ও মাওয়া স্টেশন দুটি পরেছে শ্রীনগর উপজেলায়। এনিয়ে উপজেলা জুরে বইছে উৎসবের আমেজ। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুই পাশ ইতিমধ্যে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থী সহ সরকার দলীয় নেতা কর্মীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। এখনো চলছে শেষ মূহুর্তের কাজ।
স্টেশন দুটি প্রস্তুত রয়েছে। নানা রংয়ের কাপড়ে তা সাজানো হয়েছে। রেল কতৃপক্ষ বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর ছবি সহ নানা রকম ফেস্টুন টাংগিয়েছেন।
শ্রীনগর রেল স্টেশনের সামান্য উত্তরে বাস স্টেশন। সেখানে শাক সবজি বিক্রি করেন আফজাল মিয়া(৬০)। তিনি বলেন এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন কষ্ট করেছে। ঢাকা-মাওয়া মহাসড়ক ছিল এক সময় দুর্ভোগের অপর নাম। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের সুন্দর একটি মহাসড়ক উপহার দিয়েছেন। আর এখন রেল পাচ্ছি। আমরা কোনদিন ভাবিনি এখানে রেল আসবো।
শ্রীনগর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মাহমুদুল হাসান(৩৫) বলেন, এক্সপ্রেসওয়ের পর থেকেই এই এলাকায় জমি-জমার দাম বেড়েছে। অন্য এলাকা থেকে অনেকেই এখানে জমি কিনছেন। এখন ট্রেন চালু হওয়ায় জীবন মানের আরো পরিবর্তন হবে।
মাওয়া ট্রেন স্টেশনের উল্টো টং দোকানে চা বিক্রেতা মোঃ স¤্রাট(২৮) জানান, ঢাকা আমাদের এখান থেকে খুব একটা দূরে নয়। বাসে যাওয়া যায় সহজেই। কিন্তু বাবু বাজার ব্রিজ আর যাত্রাবাড়ির জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। এখন ট্রেনে যাওয়া যাবে। যানজটহীন ট্রেন যাত্রা বাসের থেকে অবশ্যই ভাল হবে।
স্কুল শিক্ষক আব্দুল হালিম বলেন, ট্রেন চালু হচ্ছে তাতে আমরা খুশি। এক্সপ্রেসও ওয়ে চালু হওয়ার সময়ও আমরা খুশি হয়েছিলাম। কিন্তু বাস মালিকরা আমাদের সাথে যে আচরণ করে এবং বেশী ভাড়া আদায় করে তাতে আমাদের উপর জুলুম হয়। আজ কয়েকটি অনলাইন পত্রিকায় দেখলাম ট্রেনের যে ভাড়া প্রস্তাব করা হয়েছে তা অস্বাভাবিক। প্রধানমন্ত্রী এই দিকটায় নজর দিলে আমরা সস্তি পাবো।
শ্রীনগর বাজারের ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, ট্রেনে পন্য পরিবহনে খরচ কম। আর পরিবহন খরচ কম হলে তার সুবিধা ভোক্তারা পাবেন ।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন বলেন, আমরা আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করেছেন। এখন আবার ট্রেন উদ্বোধন করছেন। খুব সহজেই আমরা ঢাকা ও দক্ষিনবঙ্গের ২২ টি জেলায় যাতায়াত করতে পারবো। শ্রীনগর বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।
মন্তব্য