রাজনীতি
শ্রীনগরে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৬:০৭ অপরাহ্ণ | 316 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা,দোয়া ও র্যালির আয়োজন করে।
শুক্রবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ কেকে কেটে এর সূচনা করেন। শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমেদ ভূইয়া,উপজেলা ভাইস চেয়াররম্যান ও যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সহ সম্পাদক মাকসুদ আলম ডাবলু,আইন বিষয়ক উপ-কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার গোলাম কিবরিয়া শিমুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মোঃ আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন,বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার ও আনোয়ার হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন শিকদার সুমন,সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার,সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন,জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন,আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান,মিনহাজ উদ্দিন মিনহাজ,আব্দুল হাই শিকদার, মনির হোসেন মিটুল,আক্তার হোসেন মিন্টু, রায়হান মাহমুদ মিথুন,জসীম উদ্দীন মুকুল,সাব্বির শেখ,হানিফ বেপারী প্রমুখ।
মন্তব্য