ঢাকা, শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জাতীয়

ইচ্ছা থাকলেও সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা নেই ইসি’র: ফখরুল

শ্রীনগর পোস্ট ডেস্ক

বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১১:২৪ অপরাহ্ণ | 88 বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা অথবা সংলাপ ফলপ্রসু হবে না। ইসির সঙ্গে আলোচনা হবে অর্থহীন। এজন্য প্রধান নির্বাচন কমিশনারের প্রস্তাব বিএনপি গ্রহণ করতে পারছে না। তিনি বলেন, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রমাণিত হয়েছে যে, নির্বাচন কমিশন স্বাধীন নয়। ইচ্ছা থাকলেও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার কমিশনের ক্ষমতা নেই।

বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মহাসচিব। এর আগে গতকাল রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় ভার্চ্যুয়ালি অংশ নেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতেই সংবাদ সম্মেলন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জন-জীবন সীমাহীন দূর্ভোগের মধ্যে পড়েছে। অথচ অবৈধ সরকারের মন্ত্রী এবং শাসক দলের নেতৃবৃন্দের ‘জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে এবং এত মানুষ লাইন দিয়ে ইফতার সামগ্রী কিনছেন প্রমাণ করে যে, তাদের আয় বেড়েছে’ উক্তি জনগণের সঙ্গে নিকৃষ্ট ধরনের মসকরা ছাড়া আর কিছু নয়। রাজনৈতিক দলগুলো বার বার সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান করলেও সরকার এ ব্যাপারে উদাসিন।

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে ৩ জনকে কুপিয়ে জখমের ঘটনায় ৩১ জনকে আসামী করে মামলাঃগ্রেপ্তার ১০ শ্রীনগরে ড্রেজার নিয়ে দ্বন্দ্বঃইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ ৩ জনকে কুপিয়ে জখম শ্রীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম সভা সাতক্ষীরা সদর পিএফজির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনের আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন এম মাহবুব উল্লাহ কিসমত শ্রীনগরের রিচি জাতীয় শিক্ষা সপ্তাহে নির্ধারিত বক্তৃতায় সারা দেশে তৃতীয় হয়েছে শ্রীনগরে মোবাইল ফোন চুরির অপবাদে শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনঃ গ্রেপ্তার ১ শ্রীনগরের সন্তান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর আজ ৮৯ তম জন্মদিন শ্রীনগরে খাস জমির লীজ নিয়ে সালিশঃপ্রতিপক্ষের মারধরে হাসপাতালে ১ জনের মৃত্যু আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন শ্রীনগরে ট্রেনের ধাক্কায় নারী নিহতঃ দুর্ঘটনা নাকি আত্নহত্যা? শ্রীনগরে আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ গঠিত শ্রীনগরে মাহবুব উল্লাহ কিসমত,এ্যাডভোকেট কামরুল হাসান ও সামছুন নাহার সুমি জয়ী শ্রীনগর উপজেলা নির্বাচনে থাকছেন ১৬ জন ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৫শ সদস্য বটিয়াঘাটা পিএফজির পক্ষ থেকে মানববন্ধ ও লিফলেট বিতরন কর্মসূচি শ্রীনগরে প্রেমে প্রতারিত হয়ে কলেজ ছাত্রীর আত্নহত্যা শ্রীনগরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে পিএফজির মত বিনিময় সভা বটিয়াঘাটায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর  পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগর থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকার ১০ দিন পর ঢাকায় উদ্ধারঃ গ্রেপ্তার ১ মিঠু চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মুন্সীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন শ্রীনগরে জবাই করা নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে আটক ৩ খুনি শ্রীনগরে রেল লাইন থেকে আটপাড়া ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতির লাশ উদ্ধার শ্রীনগরে ছাত্রের লাশ উদ্ধারের ২ বছর পর একই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পিবিআই শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জনের মধ্যে ৪ জনই এক ইউনিয়নের শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জামা দিলেন যারা রাজাপুর উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে নাতিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নানীর মৃত্যু শ্রীনগরে ২ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন