রাজনীতি

বিক্রমপুর নিয়ে স্বপ্ন ছিল এক,আর চাক্ষুস দেখলাম আরেক–শ্রীনগরে প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য

শ্রীনগর পোস্ট ডেস্ক

বুধবার, ৩ মে, ২০২৩, ৬:২২ অপরাহ্ণ | 370 বার পড়া হয়েছে

আরিফ হোসেন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আক্ষেপ করে বলেছেন,বিক্রমপুর নিয়ে মনে স্বপ্ন ছিল এক আর চাক্ষুস দেখলাম আরেক। আমি যদি আগে জানতাম বিক্রমপুরের চেহারা এই তাহলে কিছুটা হলেও সহায়তা করতে পারতাম। এখানে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের স্বপন ঘোষ,সালাম আজাদ আমার দারস্ত হয়েছিল। আমি তাদের রাস্তা করে দিয়েছি। তিনি আরো বলেন, ৭ মাস পর নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসবে কিন্তু আমরা কে কোথায় থাকবো জানিনা। আমাদের নেতা মৃণাল কান্তি এখানে রয়েছেন। তার ক্ষমতা রয়েছে যেকোন মন্ত্রীর কাছ থেকে কাজ নিয়ে আসার।

প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু একটি সুষম বন্টনের মধ্য দিয়ে এদেশে সমতা ভিত্তিক সমাজ সৃষ্টি করে সাড়ে ৩ বছরে নিদর্শন করে গেছেন। ২১ বছর পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে অনেক ক্ষেত্রে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে পূর্ণ প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা আছেন বলেই বাংলাদেশ আরো একটি গণতান্ত্রিক দেশ, অসম্প্রদায়িক দেশ এবং উন্নয়নশীল গতির দেশ হিসেবে বিশ্বে আলোচিত হচ্ছে।

বুধবার বেলা ১১ টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর ভাগ্যকুলের জমিদার যদুনাথ রায়ের বাড়ি শ্রী শ্রী রাজা লক্ষী-নারায়ণ জিউ মন্দির পুনঃসংস্কারের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এ জাতি কখনোই সম্প্রদায়িক ছিলো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অসম্প্রদায়িকতায় বিশ্বাস করেন।

শ্রী শ্রী রাজা লক্ষী-নারায়ন জিউ ও দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি দুলাল কৃষ্ণ সাহার(সাবেক সচিব) সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃনাল কান্তি দাস। আরো বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি অজয় চক্রবর্তী, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সুখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন কুমার মোদক,রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী প্রমুখ

 

মন্তব্য

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরের ভাগ্যকুলে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবীর অভিযোগ শ্রীনগরে প্রবাস ফেরত স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন-মীর সরফত আলী সপু ফকিরহাটে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীনগরে মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির মানববন্ধন সম্প্রীতির ফকিরহাট বিনির্মানই আমাদের লক্ষ্য শ্রীনগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা  শ্রীনগরে বেড়াতে এসে ভ্যান চাপায় শিশুর মৃত্যুঃ থানায় চালকের আত্নসমর্পণ শ্রীনগরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল আদর্শ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নির্মম হত্যাকান্ডের শিকার রোমানের পরিবারের পাশে দাঁড়ালেন মীর সরফত আলী সপু শ্রীনগরে তারুণ্যের উৎসব উদযাপন এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বাগেরহাট সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের মাঠ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন মোংলায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের নেপথ্যের কল রেকর্ড ফাঁস সিরাজদিখানে ভাওয়াল বাড়ি শিব মন্দিরে ১৪০ বছর ধরে পুজা চলে আসছে এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শরণখোলায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত র‌্যাব-১০ ভাগ্যকুল ক্যাম্পের উদ্যোগে কম্বল বিতরণ বালাশুর প্লাটুনের উদ্যোগে উদযাপিত হলো বিক্রমপুর পিঠা উৎসব বাড়ি দেখিয়ে দেওয়ার কথা বলে সপ্তম শ্রেণির ছাত্রকে আপহরণঃগাড়ি সহ আটক ৫ রাজাপুরে তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সম্পন্ন শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার  এক্সপ্রেসওয়েতে বাস থামিয়ে ২ জনকে হ্যান্ডকাফ পরিয়ে তুলে নেওয়ার অভিযোগ শ্রীনগরে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার শ্রীনগরে রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শ্রীনগরে হাঁসাড়া ইউনিয়ন বিএনপির ৩টি ওয়ার্ডের কর্মী সভা শ্রীনগরে নিখোঁজের ৫দিন পর পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার