রাজনীতি
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক মামুন
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ২০ মে, ২০২৩, ১১:২৮ অপরাহ্ণ | 356 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি হয়েছেন মোঃ তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন।
শনিবার সকালে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্ব›দ্বীতায় সভাপতি নির্বাচিত হন হাজী তোফাজ্জল হোসেন। সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটে ৪৭০ ভোটের মধ্যে মোঃ মসিউর রহমান মামুন পান ২৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ওয়াহিদুর রহমান জিঠু পেয়েছেন ১৪২ ভোট। অপরদিকে আবুল কালাম আজাদ ডালু পেয়েছেন ২৫ ভোট, মনির হোসেন মিটুল পেয়েছেন ২৯ ভোট এবং মিনহাজ উদ্দিন পেয়েছেন ৮ ভোট। ৩টি ভোট নষ্ট হয়েছে বলে ভোটগ্রহন কেন্দ্রে সূত্রে জানা গেছে।
রাত সোয়া ১১ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার সময় মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিউদ্দিন যুগ্ন সম্পাদক পদে ওয়াহিদুর রহমান জিঠুর নাম ঘোষণা দেন। এসময় মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ লুৎফর রহমান,যুগ্ন সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা প্রমূখ।
মন্তব্য