রাজনীতি
শ্রীনগরে আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে সেলিম আহমেদ ভূঁইয়ার প্রার্থীতা ঘোষণা
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ১৫ মে, ২০২৩, ১১:১৬ অপরাহ্ণ | 649 বার পড়া হয়েছে
আরিফ হোসেন: আসন্ন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ সেলিম আহমেদ ভূঁইয়া প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে ঢাকার নবাবপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তিনি এই ঘোষণা দেন।
এর আগে গত শুক্রবার সকাল শ্রীনগর উপজেলার ঝাপুটিয়া গ্রামের নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেন। তার অনুসারীরা জানান, আলহাজ্ব সেলিম আহমেদ ভূঁইয় উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা । সচ্ছ ও ভদ্রলোক হিসাবে সম্মেলনে তিনি সভাপতি হিসাবে নির্বাচিত হবেন বলে তার কর্মীরা আশা প্রকাশ করেন।
মন্তব্য