শ্রীনগর
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সম্মেলন নিয়ে আলোচনা
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৪:২৮ অপরাহ্ণ | 329 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম মালুম, আবুল কালাম আজাদ ডালু, যুগ্ন সম্পাদক শেখ মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা নোমান সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন জানান, খুব শিঘ্র শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের তারিখ ঘোষণা করা হবে। স্থান হিসাবে শ্রীনগর স্টেডিয়ামকে পছন্দের তালিকায় প্রথম স্থানে রাখা হয়েছে।
ঢাকা মহানগর (দক্ষিন) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আলহাজ্ব আজাহার হোসেন সভায় উপস্থিত হয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মন্তব্য