
জাতীয়
অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন-মীর সরফত আলী সপু
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ | 198 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবী জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শুক্রবার বিকালে শ্রীনগর উপজেলার দামলা পূর্বপাড়া জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন ।
মীর সরফত আলী আরো বলেন, মানুষ এখন গণতন্ত্রের জন্য পাগল। তারা ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আপনারা যত তারাতাড়ি সম্ভব ভোটের তারিখ ঘোষণা করুন। দেশের যেই টুকটাক সমস্যা ইনশাআল্লাহ তা সমাধান হয়ে যাবে। আমরা দোয়া করব দেশ ও জাতির জন্য যাতে সবাই ভালো থাকতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক সদস্য দেলোয়ার হোসেন ভূইয়া, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য