
জাতীয়
প্রতিবাদের মুখে প্রকল্পের স্থানে ফিরে যাচ্ছে রাস্তাঃরক্ষা পেল চন্দ্রের বাড়ি মাঠ
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ | 239 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগরে প্রতিবাদের মুখে প্রকল্পের স্থানে রাস্তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে রক্ষা পাচ্ছে শ্রীনগর উপজেলার কেয়টখালী গ্রামের চন্দ্রের বাড়ির মাঠ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার নির্দেশে গ্রামের একমাত্র খেলার মাঠের উপর থেকে রাস্তাটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
জানা যায়, কেয়টখালী দেওয়ানবাড়ি মসজিদের পূর্ব দিকে চন্দ্রের বাড়ি খেলার মাঠের পশ্চিম পাশ দিয়ে রেকর্ডের রাস্তা ভরাটের জন্য উপজেলা প্রকল্প অফিস ৬ টন খাদ্যশস্য বরাদ্দ দেয়। কিন্তু বুধবার বিকালে ওই ওয়ার্ডের মগদম মেম্বার রেকর্ডের রাস্তা থেকে প্রায় ৫০ ফুট পূর্ব দিকে মাঠের উপর দিয়ে রাস্তা নির্মান শুরু করে। বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, মাঠ কেটেই রাস্তার দুই পাশের মাটি উঠিয়ে প্রায় দশ ফুট প্রস্থ ও একশ ফুট দীর্ঘ রাস্তাটি নির্মানের পর কাজ বন্ধ রাখা হয়েছে। মাঠটি নষ্ট করায় স্থানীয়রা ফুসে উঠে। রাতেই অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকেন।
শাহিন দেওয়ান নামে স্থানীয় এক যুবক জানান, প্রায় পাচ মাস আগে আমাদেরকে বলা হয়েছিল মাঠের পশ্চিম পাশের রেকর্ডের রাস্তায় বালু ভরাট করা হবে। কিন্তু এখন মাঠ নস্ট করায় আমরা বাধা দিয়েছি।
বৃহস্পতিবার দুপুরে প্রকল্পের স্থানে আসেন শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম। তিনি মাঠের উপরে রাস্তা দেখে অবাক হন। তিনি বলেন, মাঠের উপর দিয়ে আমরা প্রকল্প দেই নি। রেকর্ডের রাস্তা দিয়েই আমাদের প্রকল্প দেওয়া হয়েছে। তাই মাঠের উপর দিয়ে রাস্তা হবে না। রেকর্ডের রাস্তায়ই মাটি ভরাট করতে হবে।
সেখানে উপস্থিত মগদম মেম্বার জানান, তিনি প্রথমে প্রকল্পের স্থানেই মাটি ভরাট শুরু করেছিলেন কিন্তু সেখানে গভীরতা অনেক হওয়ায় তা সরিয়ে এনেছিলেন। এখন মাঠের যেখান থেকে মাটি কাটা হয়েছে সেখানে মাটি ভরাট করে দিবেন। নতুন ভাবে প্রকল্পের রাস্তায়ই মাটি ভরাট শুরু করবেন।
এসময় উপস্থিত স্থানীয়রা মাঠ রক্ষা হওয়ায় উচ্ছাস প্রকাশ করেন।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য