
জাতীয়
বালাশুর প্লাটুনের উদ্যোগে উদযাপিত হলো বিক্রমপুর পিঠা উৎসব
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ | 474 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ বালাশুর প্লাটুনের উদ্যোগে বিক্রমপুর পিঠা উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বালাশুর এলাকায় বিক্রমপুর যাদুঘর (জমিদার যদুনাথ রায়ের বাড়ি) প্রাঙ্গনে এই পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক আঞ্চলিক প্রধান ডা. মোজাহেরুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান।
শাখাওয়াত হোসেন শাহাদাতের সভাপতিত্বে ও ইলিয়াস খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথী বৃন্দ কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। উৎসবে উপস্থিত হয়ে দ্যুতি ছড়ান জাতীয় অধ্যাপক ও স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ খান, জাতীয় স্বাস্থ্য আন্দোলনের সভাপতি ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. রশিদ-ই-মাহবুব, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের শ্রীনগর শাখার সভাপতি ডাঃ মালেক ভূইয়া,শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন,শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুল, ইমপিরিয়াল কলেজের উপাধ্যক্ষদেলোয়ার হোসেন মৃধা, ব্যাংকার ও লেখক মুজিব রহমান, রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
বিক্রমপুর পিঠা উৎসবে ২০টি স্টলে বিক্রমপুরের বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে স্টলগুলো ছিল বেশ প্রাণবন্ত। মেলায় স্বাস্থ্যসেবার অংশ হিসেবে আল-সিফা হাসপাতাল বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে এবং রক্তের বন্ধন সংগঠন বিনামূল্যে রক্ত পরীক্ষা আয়োজন করে। বিকেলে ঐতিহ্য বিকাশ সাংস্কৃতিক মঞ্চের খুদে শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মাতিয়ে তোলে উৎসবকে। তাঁদের নাচ, গান ও আবৃত্তি দর্শকদের আনন্দে দেয়। এছাড়াও, ব্রাইটন হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা দিনব্যাপী গান, কবিতা ও আবৃত্তিতে মেলায় ভিন্ন মাত্রা যোগ করে।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য